কলকাতা

দাঁড়িয়ে থাকা গাড়িতে জ্বলে উঠল আগুন, বৃহস্পতির দুপুরে শহর তলিতে চাঞ্চল্য

One car after another caught fire at Chandni Chowk

The Truth of Bengal: হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি চার চাকা গাড়ি। গাড়িতে আগুন লাগার ফলে পাশাপাশি দাঁড়িয়ে থাকা গাড়ি গুলিতেও আগুন লাগে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কলকাতার চাঁদনি চক এলাকায়। প্রশাসন সুত্রের খবর, আগুন লাগার ফলে  কোনও গাড়ির চালক বা সওয়ারির ক্ষতি হয়নি। আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল। ‌প্রত্যক্ষদর্শীরা অনেকে জানান, প্রথমে আগুন লাগে একটি চার চাকার গাড়িতে। তারপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা ও চালকদের একাংশ। এরপর ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।

Related Articles