কলকাতা

নাগেরবাজারে তালাবন্ধ ঘরে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ, বাড়ছে রহস্য

Dumdum Body recover

The Truth of Bengal: বাগানবাড়ির ঘর তালাবন্ধ। আর সেই ঘর থেকে আসছিল পচা গন্ধ। পরে পুলিশকে খবর দেওয়ার পর এক বৃদ্ধর দেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে, কলকাতা দমদম নাগেরবাজারে। মৃত ব্যক্তির নাম কল্যাণ ভট্টাচার্য, বয়স ৭২।

স্থানীয় সূত্রের জানা গিয়েছে, কল্যাণ ভট্টাচার্যের আত্মীয়রা থাকেন সল্টলেকে। মঙ্গলবার রাত থেকেই কল্যাণ ভট্টাচার্যকে ফোনে পাওয়া যাচ্ছিল না। তারপরেই তাঁর আত্মীয়রা নাগেরবাজারের ওই বাগানবাড়িতে গিয়ে খোঁজখবর শুরু করেন। ঘরের কাছে যেতেই পচা দুর্গন্ধ পান তাঁরা।  প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘরের বাইরে থেকে তালা দেওয়া ছিল। ভেতর থেকে পচা দুর্গন্ধ বেরোতে দেখে খবর দেওয়া হয় নাগেরবাজার থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রের খবর, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘরের দরজা বন্ধ কে বা কারা করেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।  মৃতের আত্মীয়দের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। সম্পত্তিগত বিবাদের জেরে বৃদ্ধকে কেউ খুন করে থাকতে পারেন কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।