কলকাতা

এখন পুলিশের বিরুদ্ধেও জানাতে পারবেন অভিযোগ, কমিটি গঠন করল নবান্ন

Now you can file complaints against the police, Nabanna formed the committee

The Truth Of Bengal :  এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য চার সদস্যের কমিটি গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মাধ্যমে অভিযোগ জানাতে পারবে আমজনতা। পুলিশ আইনের রক্ষক হলেও বিভিন্ন সময়ে তাঁদের বিরুদ্ধে কখনও অতি সক্রিয়তা থেকে নিষ্ক্রিয়তা, তোলাবাজি, আবার কখনও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ বা কখনও লকআপের মধ্যে পুলিশের বিরুদ্ধে বন্দিকে মারধর করার অভিযোগ প্রায়ই শোনা যায়।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একাধিক প্রশাসনিক বৈঠকে পুলিশের একাংশের কাজে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকী বেআইনি কাজে যুক্ত থাকলে গ্রেপ্তারির হুঁশিয়ারিও দিয়েছেন। তবে পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলেও তা নিতে চায় না থানা। তবে এবার এইসব অভিযোগে লাগাম টানতে কমিটি গড়ার মতো নয়া নিয়ম চালু করল সরকার। সেই কমিটির নাম দেওয়া হয়েছে ‘স্টেট পুলিশ কমপ্লেন্টস অথরিটি।’

এই কমিটিতে চারজন সদস্য রাখা হয়েছে। তাঁরা হলেন- প্রাক্তন বিচারপতি অসীম রায়, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এতদিন এই ধরনের কোনও কমিটি না থাকায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে হয়রানির শিকার হতে হতো সাধারণ নাগরিকদের।জানা গিয়েছে, কলকাতা থেকে জেলা, একাধিক থানার বিরুদ্ধে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ আসার করনেই মুখ্যমন্ত্রী কমিটি গড়ার মতো সিদ্ধান্ত নেন। এর আগে পুলিশের বিরুদ্ধে কোনও পুলিশ অভিযোগ না নিলে কলকাতা হাইকোর্ট অথবা নিম্ন আদালতের দ্বারস্থ হতে হত সাধারণ মানুষকে । বর্তমানে কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত সাড়ে ৩ হাজার মামলা রয়েছে।তবে এমতাবস্থায় সাধারণ মানুষের কথা ভেবে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা য় কমিটি গড়ার মতো সিদ্ধান্ত নেয়, যদিও এখনও পর্যন্ত নবান্নের তরফে আনুষ্ঠানিকভাবে এই কমিটির ঘোষণা করা হয়নি, তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবে বলে কিছুটা হলেও সুরাহা পেল সাধারণ মানুষ।

Related Articles