কলকাতারাজ্যের খবর

সবাই সঞ্জয় নয়, মরণাপন্নকে কাঁধে চাপিয়ে হাসপাতালে সিভিক ভলান্টিয়ার আলি

Not everyone is Sanjay, Ali, the civic volunteer at the hospital with Mornapanna on his shoulder

Truth Of Bengal : কলকাতা পুলিশের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। তাতে ক্যাপশানে লেখা ছিল,”গতকাল রাত এগারোটা নাগাদ মোটর সাইকেলে চড়ে জোড়াসাঁকো থানা এলাকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছ দিয়ে যাচ্ছিলেন মিত্র লেনের এক বাসিন্দা। সঙ্গে ছিলেন একজন আরোহী। বিশ্ববিদ্যালয়ের পিছনের গেটের কাছে আচমকাই পিছলে যায় মোটরসাইকেলের চাকা। সজোরে আছড়ে পড়ে দ্বিচক্রযান। ফলে মাথায় গুরুতর আঘাত পান চালক।

তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ঘটনাস্থলে উপস্থিত জোড়াসাঁকো থানার সিভিক ভলান্টিয়ার আলি নওয়াজ। অ্যাম্বুল্যান্স আসা পর্যন্ত অপেক্ষা করলে সম্ভবত বাঁচানো যাবে না চালককে এই ভেবে দেরি না করে তাঁকে নিজের কাঁধে তুলে নিয়ে ৫০০ মিটার দূরে কলকাতা মেডিক্যাল কলেজের দিকে দৌড়তে শুরু করেন আলি।

আলির উপস্থিত বুদ্ধির ফলে দ্রুত চিকিৎসা শুরু করা যায় চালকের, যে কারণে হয়তো প্রাণে বেঁচে যাবেন তিনি। আমাদের শুভেচ্ছা রইল”।

Related Articles