কলকাতা
Trending

ব্যাঙ্ককের নৈশ মার্কেটের ধাঁচে এবার কলকাতার নিউ মার্কেট

New market in Kolkata in the style of night market in Bangkok

The Truth Of Bengal : প্রতিবছর ব্যাঙ্কক ঘুরতে যায় এই রাজ্যের বহু মানুষ। সেখানে অনেক দেখার জায়গার পাশাপাশি তাদের কাছে অন্যতম আকর্ষণ নৈশ মার্কেট। এই মার্কেট রাতের ব্যাঙ্কককে আরও মোহময়ী করে তুলেছে। হরেক পসরার বিক্রি হয় সেখানে। পর্যটকরা ঘুরে বেড়ান নিজের মতো। ব্যাঙ্ককের আদলে তেমনই নৈশ মার্কেট গড়ে উঠতে চলেছে শহর কলকাতায়। বিদেশের আদলে কলকাতার প্রাচীন নিউ মার্কেটে নাইট মার্কেট করার প্রস্তাব গৃহীত হয়েছে বলে দাবি হকার সংগ্রাম কমিটির।কলকাতার দ্রষ্টব‌্য দেখতে আসেন দেশ-বিদেশের বহু মানুষ।

রাতে মার্কেট চালু হলে নিউ মার্কেট তাঁদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।  টাউন ভেন্ডিং কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন পুর্নবাসন বিভাগের মেয়র পরিষদ দেবাশিস কুমার। বৈঠকে একদিকে শহরে হকার সমস্যা মেটাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে হকার সংগ্রাম কমিটির পক্ষ থেকে নিউ মার্কেট অঞ্চলে নাইট মার্কেটের প্রস্তাব দেওয়া হয়েছে। হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ জানান, বৈঠকে টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা তাদের প্রস্তাব গৃহীত করেছেন। প্রস্তাবে বলা হয়েছে, রাতের মার্কেট চালু করতে নিউ মার্কেটে অঞ্চলে যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৪টে পর্যন্ত নিউ মার্কেটের বেশ কয়েকটি অঞ্চলে এই নাইট মার্কেট করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, রিগ্যাল সিনেমা থেকে চ্যাপলিন স্কোয়ার হয়ে হগ স্ট্রিটের রাস্তা চালু রাখা।

লিন্ডসে স্ট্রিট সহ বাকি অঞ্চলের রাস্তায় যানবাহন বন্ধ করার প্রস্তাব দিয়েছে হকার সংগ্রাম কমিটি। হকার সংগ্রাম কমিটির এই প্রস্তাব নিয়ে আলোচনা করে রাজ্য সরকারের কাছে পাঠাবে পুরসভা। সবকিছু দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। হকারদের দাবি মেনে যদি নাইট মার্কেট চালুর অনুমোদন দেওয়া হয় তা হলে তাতে তিলোত্তমার সৌন্দর্য অনেকটাই বাড়বে। তবে শুধু রাতের মার্কেট চালু করাই লক্ষ্য নয়, এই বাজারকে আরও আকর্ষণীয় করতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে বদলে যাবে শহর কলকাতা।

Free access

 

Related Articles