কলকাতা

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, রেড রোডে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান

Netaji Subhash Chandra Bose's Birth Anniversary Tribute Ceremony at Red Road

The Truth of Bengal: আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী।ভারতের স্বাধীনতার সংগ্রামের মহান যোদ্ধা নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী আজ। আত্মবলে বলিয়ান হয়ে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার ডাক দিয়েছিলেন তিনি। সেই উপলক্ষে রাজ্য সরকারের তরফে সরকারি ছুটি দেওয়া হয়েছে।

আত্মবলে বলিয়ান হয়ে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার ডাক দিয়েছিলেন তিনি। বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। জয় হিন্দ-র মতো ধ্বনিও তুলেছিলেন মহানদেশনায়ক নেতাজী সুভাষ। ২৩শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করছেন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও মাল্যদান করছেন। অন্য দিকে, নেতাজি স্মরণে বাংলায় এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার বারাসতে নেতাজির জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাজ্য বামফ্রন্টের ডাকে ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত একটি মিছিল হবে আজ। রাজ্য সরকারের তরফে সরকারি ছুটি দেওয়া হয়েছে এইদিন।

Related Articles