কলকাতা

লিভ-ইন পার্টনারকে অস্ত্রের কোপের অভিযোগ ,পলাতক অভিযুক্ত

Bangur

The Truth of Bengal: লিভ ইন পার্টনারকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও হাতের শিরা কাটার অভিযোগ ৷ আশঙ্কাজনক অবস্থায় বাঙুর হাসপাতালে ভর্তি আক্রান্ত ৷ ঘটনাটি ঘটেছে গড়িয়া ষ্টেশন সংলগ্ন নতুনপাড়া এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাবু নামে এক যুবক ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

অভিযুক্তের সন্ধানে নানান জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷  পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সত্রে জানা গিয়েছে, এক মহিলা বাঁচার জন্য পালিয়ে গিয়ে  প্রতিবেশী একজনের বাড়িতে আশ্রয় নেন ৷ তারাই তাকে উদ্ধার করেন ৷

জানা গিয়েছে, নিজের পরিবার ছেড়ে বাবু নামে এক যুবকের সাথে স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া থাকত তারা   ওই মহিলা ৷ প্রায়ই তাদের অশান্তি হত ৷ বাবুর এলাকার একাধিক মহিলার সাথে সম্পর্ক ছিল বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দারা নরেন্দ্রপুর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত মহিলাকে উদ্ধার করে ৷ প্রথমে তাকে সোনারপুর গ্রামীন হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Related Articles