Mithun Chakraborty: রোজভ্যালি মামলায় ফের বিতর্কের কেন্দ্রে মিঠুন চক্রবর্তী, গ্রেফতারের দাবি তুললেন কুণাল ঘোষ
তৃণমূল নেতার অভিযোগ, কেন্দ্রীয় সরকার ও বিজেপির ছত্রছায়ায় থেকে মিঠুন চক্রবর্তী এতদিন আইনের হাত এড়িয়ে গিয়েছেন।
 
						Truth of Bengal: রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারিতে ফের একবার আলোচনার কেন্দ্রে উঠে এলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এবার তাঁর বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একাধিক নথি প্রকাশ করে কুণাল সরাসরি মিঠুনের গ্রেফতারের দাবি জানান (Mithun Chakraborty)।
আরও পড়ুন: Sachin Tendulkar: “অসাধারণ প্রত্যাবর্তন” টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচীন
নিজের ফেসবুক এবং ‘এক্স’ অ্যাকাউন্টে কুণাল ঘোষ যেসব নথিপত্র প্রকাশ করেছেন, তাতে মিঠুন এবং তাঁর স্ত্রী যোগিতা বালির স্বাক্ষর রয়েছে। এই চুক্তিগুলিকে কুণাল শুধু ‘পারিশ্রমিক ভিত্তিক’ নয়, বরং ‘অংশীদারিত্বমূলক’ বলেও দাবি করেন। তাঁর প্রশ্ন— “আমি একজন সাংবাদিক হিসেবে রোজভ্যালি ও সারদা মামলায় গ্রেফতার হতে পারি, তাহলে মিঠুন চক্রবর্তী কেন নয়?” তিনি দাবি করেন, মিঠুন ঠিক কত টাকা রোজভ্যালি থেকে নিয়েছিলেন এবং তা আদৌ তিনি ফেরত দিয়েছেন কি না, তা খতিয়ে দেখা উচিত (Mithun Chakraborty)।
এখানেই থেমে থাকেননি কুণাল। তিনি জানান, এই আর্থিক চুক্তিগুলি প্রকাশ্যে আসার পর সিবিআই বা ইডি-র উচিত বিষয়টি নিয়ে ফের তদন্ত শুরু করা। তৃণমূল নেতার অভিযোগ, কেন্দ্রীয় সরকার ও বিজেপির ছত্রছায়ায় থেকে মিঠুন চক্রবর্তী এতদিন আইনের হাত এড়িয়ে গিয়েছেন। এই বিতর্কের মধ্যেই আরেকটি বিষয় ঘিরে নতুন করে চাপে পড়েছেন মিঠুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেওয়া তাঁর ‘বাঙালিবিদ্বেষ’ সংক্রান্ত মন্তব্য নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের একাংশের বুদ্ধিজীবী ও শিল্পীমহল (Mithun Chakraborty)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
কলকাতা প্রেস ক্লাবে ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর এক কর্মসূচিতে সঙ্গীতশিল্পী সৈকত মৈত্র মিঠুনকে ‘অমানবিক পরিযায়ী বাঙালি’ বলে কটাক্ষ করেন। রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য আরও একধাপ এগিয়ে তাঁকে ‘বাংলার রাজাকার’ বলে আখ্যা দেন। তাঁদের অভিযোগ, বাংলার বাইরে পরিযায়ী বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হলেও মিঠুন চক্রবর্তী সব সময় চুপ থাকেন। উপরন্তু, তাঁর সাম্প্রতিক মন্তব্য বাংলার সংস্কৃতি ও আত্মমর্যাদার প্রতি অবজ্ঞা প্রকাশ করে (Mithun Chakraborty)।
 
				





