কলকাতা
Trending

গাছ কাটার জন্য ময়দানে মেট্রোর কাজ বন্ধ করা যাবে না, নয়া নির্দেশ হাইকোর্টের

Metro work cannot be stopped in Maidan for cutting trees, new direction of High Court

The Truth Of Bengal: মোমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজ চলবে। ময়দান এলাকায় গাছ কাটার জন্য কখনই মেট্রোর কাজ থমকে থাকবে না।জনস্বার্থ মামলা খারিজ করে  স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্ট।হাইকোর্টের  প্রধানবিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিসন বেঞ্চ  আরও জানিয়েছেন,রেল প্রশাসন অন্য জায়গায় যেখানে গাছ বসানোর  উদ্যোগ নিয়েছে সেখানে এই কাজ থামানোর কোনও মানে হয় না।

মোমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকায় ৭০০ গাছ কাটা পড়তে পারে, এই আশঙ্কা প্রকাশ করে  ২০২৩এর অক্টোবরে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে  ‘পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন কলকাতা’ নামে একটি সংগঠন। তাদের বক্তব্য, ময়দান হল  কলকাতার ফুসফুস। সেখানে এত গাছ কাটা হলে পরিবেশের ক্ষতি হবে। ১৯৫০ সালের পর থেকে শহরের তাপমাত্রা এখন সব থেকে বৃদ্ধি পেয়েছে। তাই গাছ কাটা বন্ধ করা হোক।এই অবস্থায় জল্পনা চলছিল মেট্রোর কাজ চলবে কিনা।

সেই অবস্থায় হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিল,মোমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজ চলবে। হাই কোর্ট তাদের পর্যবেক্ষণে জানায়,  এই সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের মতামত জানাটা জরুরি।তাই পাতাল রেলের কাজ আগামীদিনে দ্রুত সম্পন্ন করার জন্য মেট্রো কর্তৃপক্ষ কতটা সদর্থক ভূমিকা নেয় সেটাও লক্ষ্যণীয়। কলকাতা শহরের যোগাযোগকে সম্প্রসারণ করার জন্য মোমিনপুর থেকে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার সংযোজন জরুরি বলে এক শ্রেণির মেট্রো কর্তা মনে করছেন।

Related Articles