কলকাতা

হলদিরাম থেকে সেক্টর ফাইফ পর্যন্ত চলবে মেট্রো ! বড় আপডেট কর্তৃপক্ষের

Metro will run from Haldiram to Sector 5

Truth Of Bengal: অল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য কমবেশি সকলরেই এখন ভরসা কলকাতা মেট্রো। তাই মেট্রো পরিষেবার চাহিদা প্রায় তুঙ্গে। আর এবার যাত্রীদের সুবিধার কথা ভেবে সেক্টর ফাইভ থেকে হলদিরাম ভায়া তেঘরিয়া মেট্রো চালানোর সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা মেট্রো। ইতিমধ্যেই মেট্রোর কাজ শুরু করার জন্য জমি চেয়ে বিজ্ঞপ্তি দিলল কলকাতা মেট্রো।

জানা গিয়েছে, সেক্টর ফাইভ থেকে হলদিরাম ভায়া তেঘরিয়া এই পথে  স্টেশন হবে পাঁচটি। আর মেট্রোর শেষ অংশ হবে ভূ-গর্ভস্থ। মাটির নীচে থাকবে ১.৫ কিমি। আর মাটির ওপরে থাকবে ৫ কিমি। এই প্রকল্পের জন্য অর্থ খরচ হবে ২৩৬৫ কোটি টাকা। এই টাকা দেবে কেন্দ্রীয় সরকার।

রেল বোর্ডের কাছে আবেদন করা হবে পুরো প্রকল্পের অর্থের জন্য। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ শেষ হলেই এই প্রকল্পের কাজ শুরু হবে বলে  খবর। আর এই রুটের মেট্রো  চালু হলে উপকৃত হবেন বহু মানুষ। কারণ, বর্তমান সময়ে দাঁড়িয়ে  ইএম বাইপাস ধরে অনেকেই সেক্টর ফাইভ পর্যন্ত যাতায়াত করে থাকেন। তাই তাদের কথা ভেবে এই মেট্রো চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles