কলকাতা

ব্যস্ত সময়ে থমকে গেল মেট্রো, ভোগান্তিতে অফিস ফেরত যাত্রীরা

Metro stopped at busy time, passengers returning to office in agony

Truth Of Bengal: অফিস টাইমে ব্যাহত মেট্রো পরিষেবা। এর ফলে আধ ঘন্টার বেশি সময় ধরে আপ লাইনে বন্ধ থাকে মেট্রো চলাচল। লাইনে দাঁড়িয়ে পরে একের পর এক মেট্রো।

জানা যায় যান্ত্রিক গোলযোগের কারণে রবীন্দ্র সরোবর স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রো। পরবর্তীতে ধীরে ধীরে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। অফিস টাইম হওয়ায় ততক্ষনে ভিড় বেড়েছে স্টেশন গুলিতে। পরে মেট্রো কর্তৃপক্ষের তরফে বিভ্রাটের খবর ঘোযণা করে জানানো হয় পাবলিক অ্যাড্রেস সিস্টেমে।

কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিট নাগাদ দক্ষিণেশ্বরগামী একটি ট্রেন রবীন্দ্র সরোবর স্টেশনে প্রবেশ করার সময়ে সেটিতে সমস্যা দেখা দেয়। বেশ কিছু ক্ষণ চেষ্টা করার পরেও সমস্যা না মেটায় ওই মেট্রোটি চালানো সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টা ১৬ মিনিট নাগাদ ওই রেকটি খালি করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলেই জানায় মেট্রো কর্তৃপক্ষ।

Related Articles