গুড ফ্লাই ডে- তে কমবে মেট্রো পরিষেবা, জেনে নিন সময়সূচী
Metro services will be reduced on Good FriDay, know the schedule

Truth Of Bengal: শুক্রবার ‘গুড ফ্লাই ডে’। আর এই দিন সরকারি ছুটি থাকে। সেইজন্য বন্ধ থাকে স্কুল, কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তাই অন্যান্য দিনের মত রাস্তায় ভিড় কিছুটা হলেও কম থাকে। তবে সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেসরকারি অফিস–সংস্থা খোলা থাকায় পথে মানুষের উপস্থিতি থাকবে। শুক্রবার কবি সুভাষ–দক্ষিণেশ্বর রুটে শুক্রবার ২৬২টির বদলে সারাদিনে ২৩৬টি মেট্রো চলবে। মেট্রোর সংখ্যা কমলেও প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে।
প্রতিদিনের মত শুক্রবার দিনের প্রথম মেট্রো কবি সুভাষ ও দক্ষিণেশ্বর স্টেশন থেকে যথাক্রমে সকাল ৬টা ৫০ মিনিট ও সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়বে। একইভাবে দিনের শেষ মেট্রো সংশ্লিষ্ট দুই স্টেশন থেকে যাত্রা করবে যথাক্রমে রাত সাড়ে ৯টা ও রাত ৯টা ২৮ মিনিটে।
অন্যদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত রুটে শুক্রবার কমবে মেট্রো পরিষেবা। ১০৬টি মেট্রোর বদলে ‘গুড ফ্লাই ডে’র দিন চলবে ৯০ টি মেট্রো। তবে প্রথম এবং শেষ মেট্রোর সময় একই থাকবে। সেইসঙ্গে বাকি তিনটি রুটের সময়সীমা একই থাকবে।