বিদ্যুৎ-বিভ্রাটের জেরে বন্ধ মেট্রো চলাচল, ভোগান্তি যাত্রীদের
Metro services suspended due to power outage, passengers suffer

Bangla Jago Desk: ফের মেট্রো-বিভ্রাট! সোমবার বেলা ১২ টার পর বন্ধ হয়ে যায় দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা। ফলে, চরম দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। নোয়াপাড়া স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের জেরেই বন্ধ পরিষেবা। তবে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে বলেই খবর মেট্রো কর্তৃপক্ষ সূত্রে।
প্রসঙ্গত, প্রায়ই মেট্রো লাইনে আত্মহত্যার ঘটনায় থমকে যায় পরিষেবা। ভোগান্তির শিকার হতে হয়ে যাত্রীদের. এবার বিদ্যুৎ বিভ্রাটের জেরে দেখা গেল সেই একই ছবি. যাত্রীরা জানান, দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত চলছে না মেট্রো। মাইকে তা জানোনা হচ্ছে। নোয়াপাড়া, বরাহনগর, দক্ষিণেশ্বর স্টেশনে মিলছে না টিকিট। কখন পরিষেবা স্বাভাবিক হবে তা স্পষ্ট নয়. ইতিমধ্যেই মেট্রোর আশা ছেড়ে সড়কপথেই নিজেদের গন্তব্যে পাড়ি দিচ্ছেন নিত্যযাত্রীরা।
তবে, মেট্রো স্টেশনে বিদ্যুৎ বিভ্রাট নতুন নয়। এর আগেও বহুবার সিগন্যালের সমস্যার জেরে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিনও সপ্তাহের প্রথম দিনে মেট্রোয় উঠে মাথায় হাত যাত্রীদের। পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছেন মেট্রো কর্মীরা।