
Truth Of Bengal: আবার মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। এবার এই ঘটনার দেখা মিলল কবি নজরুল মেট্রো স্টেশনে। তার জেরেই বৃহস্পতিবার ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) বিপর্যস্ত হল মেট্রো পরিষেবা।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিকেল ৪ টা বেজে ২৮ মিনিটে কবি নজরুলে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন একজন। এই ঘটনার সাথে সাথেই ট্র্যাকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর শুরু হয় উদ্ধার কাজ। এর জেরেই বন্ধ হয়ে যায় মেট্রো পরিসেবা। টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন দুই লাইনেই বন্ধ পরিষেবা। এই ঘটনার পর চরম সমস্যার সম্মুখীন নিত্য যাত্রীরা।