কলকাতা

বিয়ের হয়েছে দেড় মাস, খাস কলকাতায় উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ

Married for one and a half months, housewife found hanging in Kolkata

Truth of Bengal: খাস কলকাতা থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। বেহালার পর্ণশ্রী থানার অন্তর্গত পাঠকপাড়া রোডের কাছে একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এখন পর্যন্ত আত্মহত্যার কারণ স্পষ্ট নয়। এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে,  নিহত  গৃহবধূ বছর  আঠাশের পূজা সিং। দেড় মাস আগে তাঁর বিয়ে হয়েছিল মুকেশ সিং-য়ের সঙ্গে। স্বামী   একটি তথ্য-প্রযুক্তি সংস্থায় কাজ করেন। শনিবার  রাতে স্বামীকে ভিডিয়ো কল করেছিলেন ওই গৃহবধূ। এরপরেই উদ্ধার  হয় ঝুলন্ত দেহ। এখন মৃত্যুর কারণ স্পষ্ট নয়। পুলিশের তরফ থেকে পরিবারের সকলকে জিজ্ঞাসাবাদ করা চলছে।

স্বামীর সঙ্গে ফোনে পূজার কী কথা হয়েছিল সেটাও খতিয়ে দেখছে পুলিশ। স্বামীর সঙ্গে কোনও অশান্তি কারণে কী আত্মহত্যা ? তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এখন কোন সুইসাইট নোট উদ্ধার হয়নি বলে খবর। দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।  তবে  সাতসকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Related Articles