কলকাতারাজ্যের খবর
শিক্ষা সচিবের পদ থেকে সরানো হল মণীশ জৈনকে, কে এলেন এই পদে
Manish Jain was removed from the post of Education Secretary, who took the post

The Truth Of Bengal: রাজ্যের একাধিক দফতরে পদাধিকারে বদল আনা হল। শিক্ষা সচিবের পদ থেকে সরানো হল মণীশ জৈনকে। নতুন শিক্ষা সচিব হলেন বিনোদ কুমার। মণীশকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে স্থানান্তর করা হল। তাকে উত্তরবঙ্গ ডেভলপমেন্ট বোর্ডের প্রিন্সিপাল সেক্রেটারি করে পাঠানো হল।
মণীশের পরিবর্তে পরবর্তী স্কুল ও উচ্চ শিক্ষা দফতরের সচিব হচ্ছেন বিনোদ কুমার। বর্তমানে নগর উন্নয়ন দফতরের দায়িত্ব রয়েছেন তিনি। এবার থেকে তিনি স্কুল ও উচ্চশিক্ষা দফতরের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন। এতদিন পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্বে ছিলেন তিনি।
নবান্ন সূত্রে জানা গেছে, বদল আনা হয়েছে সংখ্যালঘু উন্নয়ন , খাদ্য ও সরবরাহ, জনস্বাস্থ্য-সহ একাধিক দফতরে। পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব হলেন গুলাম আলি আনসারিকে। একই সঙ্গে মালদহ ডিভিশনের ডিভিশনাল কমিশনারের দায়িত্বও সামলাতে হবে তাঁকে।