মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক, ডি.লিট সম্মানে সম্মানিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান থেকে আগত ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ড. ইয়াসুতোমো নাসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Truth Of Bengal: মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক। ডি.লিট সম্মানে সম্মানিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডি.লিট সম্মান পেলেন তিনি। নারীর ক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে জাপানের ঐতিহ্যপূর্ণ ওকায়ামা বিশ্ববিদ্যালয় কর্তৃক “সাম্মানিক ডি.লিট.” উপাধি দেওয়া হয়েছে। ১২ নভেম্বর বুধবার ধনধান্য প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রীকে এই সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান থেকে আগত ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ড. ইয়াসুতোমো নাসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক, ডি.লিট সম্মানে সম্মানিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায় pic.twitter.com/iajjM5KsuI
— TOB DIGITAL (@DigitalTob) November 12, 2025
এর আগে মুখ্যমন্ত্রীকে কলকাতা বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় এবং ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (KIIT)-এর পক্ষ থেকেও সাম্মানিক ডি.লিট উপাধি দেওয়া হয়েছিল।
২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবার এই সম্মান পান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০২৩ সালে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় তাঁকে একই উপাধিতে সম্মানিত করে। এছাড়াও, KIIT বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও তিনি সাম্মানিক ডক্টরেট পেয়েছেন। এবার প্রথমবারের মতো বিদেশি কোনও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সম্মান পেলেন তিনি।
গত মার্চ মাসে মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তব্য রাখার আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে রাজ্যের উন্নয়ন ও সংস্কৃতি নিয়ে তিনি বক্তব্য রাখেন। যদিও সেই সময় কিছু বিক্ষোভের মুখোমুখি হতে হয় তাঁকে।
তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিরোধীদের সমালোচনা থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রভাব ও জনসমর্থন বেড়েছে বহুগুণে। এবার আন্তর্জাতিক স্তরেও তাঁর কাজ ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই সাম্মানিক উপাধি পাচ্ছেন তিনি।





