শ্যামবাজার ৫ মাথার মোড় থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত বুধবার পাল্টা পদযাত্রা মমতার
Mamata's counter march on Wednesday from Shyambazar 5 Mathar turn to Swamiji's house

The Truth of Bengal: মঙ্গলবার বাংলায় প্রচারে এসে বাংলার বিরুদ্ধে একগুচ্ছ বিষয়ে মন্তব্য করেন নরেন্দ্র মোদি।বাংলাকে ঘূর্ণিঝড় নিয়ে সাহায্য না করেও প্রধানমন্ত্রী অহেতুক মিথ্যাচার করছেন বলে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।তৃণমূল সুপ্রিমোর তোপ,আসলে বাংলাকে সাহায্য না করে ভোটের সময় বাংলার মানুষের বন্ধু সাজার চেষ্টা করছেন মোদি।এরপরই নিশানা করেন মোদিকে।তিনি বলেন,নরেন্দ্র মোদি ১০০ দিনের কাজের টাকা দেয়নি। আমরা কর্মশ্রী প্রকল্প করছি। তাঁদের টাকা দেব। ৪৩ লক্ষ বাড়ি করে দিয়েছি।
ঘরবাড়ি পড়ে গিয়েছিল। আবার করে দেব। সামনে দুর্গাপুজো বাংলার ভাল না করে রাজনৈতিক ফায়দা লোটা হচ্ছে। আড়াই-তিন মাস ধরে ভোট করাচ্ছে। বিদ্যাসাগেরর মূর্তি ভেঙে দাও। রবীন্দ্রনাথের উল্টো ছবি দাও। বাংলা কী করেনি? কবিগুরু বেঁচে থাকলে মোদীর আস্ফালন দেখে বলতেন, বাঁধ ভেঙে দাও!’’ মোদির পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মোদির বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ করে ঘোষণা করেন তিনি জবাব দেবেন। বুধবার শ্যামবাজার ৫মাথার মোড় থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত দীর্ঘ পদযাত্রায় সামিল হবেন।