কলকাতারাজনীতিরাজ্যের খবর

মমতা-চিদম্বরম বৈঠক নবান্নে

Mamata-Chidambaram meeting in Nabanna

The Truth Of Bengal:  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। বৃহস্পতিবার নবান্নে এই দুই নেতা নেত্রীর বৈঠক হয়। মনমোহন সিং মন্ত্রিসভায় অর্থ দফতরের দায়িত্বে ছিলেন পি চিদম্বরম। দেশের অন্যতম অর্থনীতিবিদ হিসেবে তাঁর খ্যাতি রয়েছে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় ও চিদম্বরের মধ্যে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করলেও শক্তি ক্ষয় হয়েছে। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাইনি বিজেপি। জোট শরিকদের ওপর ভরসা করে আগামী পাঁচ বছর সরকার চালাতে হবে মোদিকে। এরকম একটা রাজনৈতিক প্রেক্ষাপটে মনমোহন সরকারের আমলের অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মমতার।

ভোট পর্বে নরেন্দ্র মোদি, অমিত শাহ’র বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল সোচ্চার হয়েছে। সেবি দফতরে ডেপুটেশন দিয়েছে তৃণমূল। এই ইস্যুতে কেন্দ্রকে চাপে রাখার কৌশল আলোচনায় উঠে এসেছিল বলেই মমত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের।

Related Articles