বাড়িতে বসেই রাজ্যের বহু পুজোর উদ্বোধন একদিনেই করবেন মুখ্যমন্ত্রী
ভর্চুয়ালি রাজ্যের ৮৩৬টি পুজোর উদ্বোধন করবেন তিনি

The Truth of Bengal: প্রতি বছরই শহরের বহু দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবারও তাই করেছেন, তিন দিনে শহরের পাশাপাশি ভার্চুয়ালি জেলার পুজোরও উদ্বোধন করেছিলেন। এবারে একদিনে ভার্চুয়ালি সমস্ত পুজোর উদ্বোধন করবেন তিনি।
শারীরিক অসুস্থার কারণে, নবান্নে আসতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার ১২ অক্টোবর তিনি কালীঘাটের বাসভবনে মন্ত্রিসভার বৈঠক করবেন। সেই দিনই ভর্চুয়ালি রাজ্যের ৮৩৬টি পুজোর উদ্বোধন করবেন তিনি। সূত্রের খবর, ইতিমধ্যে প্রতিটি জেলার জেলাশসকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে।
এক ঝলকে দেখে নেওয়া যাক, রাজ্যের কোন জেলায় কতগুলি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
উত্তর ২৪ পরগনা: ৫৭ দক্ষিণ ২৪ পরগনা: ৫০ হাওড়া: ৫১ নদিয়া: ৩৫ মুর্শিদাবাদ: ৩১ পূর্ব বর্ধমান: ৩৭ পশ্চিম বর্ধমান: ৩২ বীরভূম: ৩৩ হুগলি: ৩৭ পূর্ব মেদিনীপুর: ৩৯ ঝাড়গ্রাম: ৩৬ পশ্চিম মেদিনীপুর: ৪১ বাঁকুড়া: ৪১ পুরুলিয়া: ৪৭ মালদহ: ৪১ দক্ষিণ দিনাজপুর: ২৩ উত্তর দিনাজপুর: ৪০
দার্জিলিং: ৪০ কালিম্পং: ৮ জলপাইগুড়ি: ৬৩ আলিপুরদুয়ার: ১৯ কোচবিহার: ৩৫
প্রশাসনিক কর্মব্যস্ততার মধ্যে প্রতিবছরই কলকাতার একাধিক মণ্ডপে গিয়ে পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার কলকাতার পুজোর উদ্বোধন কবে থেকে শুরু করেবেন, তার স্পষ্ট সূচি এখনও প্রশাসনের তরফে মেলেনি। প্রসঙ্গত, উত্তরবঙ্গ সফরে গিয়ে হেলিকপ্টারে চড়ার সময় পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। পরে স্পেন সফরে গিয়ে সেই পুরনো চোটে ফের আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরেই চিকিৎসার যান এসএসকেএম হাসপাতালে। পায়ের এমআরআই করা হয়। সমস্যা দেখা দেওয়ার পর, চিকিৎসাও শুরু হয়। দিন কয়েক আগে, সিকিম ও উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে বাড়ি থেকে নবান্নের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই সময়ও পায়ের সমস্যার কথা জানান তিনি।