
The Truth Of Bengal: লোকসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের।কেন্দ্র একশদিনের শ্রমিকদের টাকা না দেওয়ায় রাজ্যই বঞ্চিতদের টাকা দেবে। ২১লক্ষ জবকার্ড হোল্ডারকে ২১ফেব্রুয়ারি দেওয়া হবে বকেয়া টাকা। রেডরোডের ধর্না মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের বিজেপি সরকারের রাজনীতির জন্য যাঁরা আবাসের টাকা পায়নি তাঁদের জন্য ব্যবস্থা করা হবে, আশ্বস্ত করেছেন প্রশাসনিক প্রধান। দিল্লিতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে সর্বাত্মক লড়াইয়ের ডাকও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে বিজেপির বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে তৃণমূল গ্রামে গ্রামে প্রচারেও নামতে চায়।
আটমাসের ওপর কেন্দ্রীয় সরকার একশদিনের শ্রমিকদের টাকা দিচ্ছে না।প্রায় সাড়ে ৭হাজার কোটি টাকা বকেয়া। বাকি রেখেছে আবাসের টাকাও। সেখানেও রাজ্য পায় সাড়ে আট হাজার কোটি টাকা ।বকেয়া ১লক্ষ ১৬হাজার টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে ফেব্রুয়ারি থেকে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনি ধর্নায় বসেন। ৩বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন। তবু কেন্দ্রীয় সরকারের টনক না নড়ায়, কেন্দ্র অমানবিক ভূমিকা নেওয়ায় গান্ধীবাদী গণ- অবস্থানের মঞ্চ থেকে বড়সড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধানের প্রণেতা বিআরআম্বেদকরের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টারস্ট্রোক দেন, রাজ্য সরকার আর কেন্দ্রের মুখাপেক্ষি হয়ে থাকবে না।কেন্দ্র না দিলেও রাজ্যের ২১ লাখ বঞ্চিত মানুষের টাকা মেটাবে বাংলার সরকার। ২১ ফেব্রুয়ারি এই ২১ লাখ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে বকেয়া মজুরি। মুখ্যমন্ত্রী রাজ্যের বঞ্চিত মানুষদের কাছে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে কী ভাবে ভাতে মারবে। বিকল্প পথে কর্মসংস্থান থেকে কাজ দেওয়ার কর্মযজ্ঞ কখনই বাংলায় থামবে না বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়
১০০ দিনের প্রকল্পের পাওনা নিয়ে তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট বার্তা, কাজ করানোর পরেও অন্যায়ভাবে মজুরি আটকে রেখেছে কেন্দ্র। তারফলে সরাসরি ছায়া পড়ছে গ্রামীণ অর্থনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার স্পষ্ট করে দিলেন, বকেয়ার দাবিতে তাঁর এবং তাঁদের আন্দোলন চলবে। সেই তালিকায় যেমন ১০০ দিনের কাজ রয়েছে, তেমনই রয়েছে আবাস যোজনা, সড়ক যোজনাও। বিজেপির বিরুদ্ধে অলআউট ফাইটের ডাক দেওয়ার পাশাপাসি তিনি আশ্বস্ত করেন বাংলায় কোনও বঞ্চিতকেই আর্থিক সমস্যায় পড়তে হবে না।গৃহহীন মানুষদেরও বড় কিছু অপেক্ষা করছে বলে কথা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলায় এনআরসি-সিএএ কিছুতেই করতে দেওয়া হবে না, খাটবে না বিজেপির ভাগাভাগির রাজনীতি। গত লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে ১৮ টি আসনে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থীরা। গত ৫ বছরে বিজেপির শক্তি কমেছে। বিধানসভা নির্বাচনে তিন অংকের সংখ্যায় পৌঁছাতে পারিনি বিজেপির বিধায়ক সংখ্যা। বিজেপির যখন বাংলাকে নিয়ে বঞ্চনার রাজনৈতিক খেলা খেলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির পাশা খেলায় যে মাস্টার চাল দিলেন তাতে বিজেপি ব্যাকফুটে চলে যাবে বলে আশা রাজনৈতিক মহলের একাংশের।