ধনধান্য স্টেডিয়ামে পড়ুয়াদের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়, যোগ্যশ্রী প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর,
Mamata Banerjee at Dhandhanya Stadium, announced the project of the Chief Minister.

The Truth Of Bengal: বাংলাকে অপমান করে,কুকথা বলে বিরোধীরা।কলকাতা দেশের সবচেয়ে নিরাপদতম শহর। বাংলাকে অপমান করার অধিকার কারোর নেই।ধনধান্য স্টেডিয়ামে পড়ুয়াদের একটি অনুষ্ঠানে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাম আমলে ইংরেজি তুলে দেওয়া হয়েছিল।পরিবর্তনের সরকার ইংরেজী মাধ্যম স্কুল চালু করেছে। যোগ্যশ্রীও স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু করে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।তিনি আরও বলেন, ছাত্রাবস্থা থেকেই সরকারি কাজের প্রশিক্ষণ মিলবে। তফশিলী জাতি-উপজাতি পড়ুয়াদের চাকরির যোগ্য করে তুলতে এই যোগ্যশ্রী বলে ঘোষণা করেন তিনি।
এসসি-এসটি স্কুলের হস্টেলে পড়ুয়াদের পড়াশোনা ও খাওয়াদাওয়ার জন্য বরাদ্দ ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮০০ টাকা। ওবিসি পড়ুয়াদের জন্য রাজ্যের মেধাশ্রী প্রকল্প সহ একগুচ্ছ কল্যাণকামী বিষয়ের কথাও উঠে আসে প্রশাসনিক প্রধানের কথায়।
RAGGING রুখতে রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে চালু করা হয়েছে টোলফ্রি নম্বর।সেই টোল ফ্রি নম্বরে ফোন করলেই নির্যাতন রোধে পড়ুয়ারা প্রশাসনিক সহায়তা পাবে।ধনধান্যের অনুষ্ঠান মঞ্চ থেকে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২ লাখ ৫৪ হাজার ওবিসি পড়য়া ইতিমধ্যেই মেধাশ্রী পেয়েছেন। এবছর আরও ২ লাখ ৭৭ হাজার ওবিসি পড়ুয়া এই স্কলারশিপ পাবে।
Free Access