নির্বিঘ্নে শেষ হল মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা,
Madhyamik 2nd day exam ended without a hitch,

The Truth Of Bengal: নির্বিঘ্নে শেষ হল মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা। শনিবার দ্বিতীয় দিন বিষয় ছিল ইংরেজি।ভাষা। সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হয় পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া পুলিশ ব্যবস্থা ছিল নজরকাড়া। পরীক্ষার্থীরা যাতে সহজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য রাজ্য পরিবহণ দফতর অতিরিক্ত বাস পথে নামায় । কোথাও কোনও সমস্যা হয়নি। প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনেও পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দেয় বলে জানিয়েছে।
শনিবার নির্বিঘ্নেই শেষ হয় মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা। প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনেও সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হয় পরীক্ষা। এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন মোট ৯২৩০১৩ জন।যার মধ্যে ৪০৫৯৯৪ জন ছাত্র এবং, ৫১৭০১৯ জন ছাত্রী।পরীক্ষা কেন্দ্রগুলিতে লক্ষ্য করা যায় কড়া পুলিশি ব্যবস্থা ।পরীক্ষার্থীরা যাতে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তাঁর জন্য রাজ্য পরিবহণ দফতর অতিরিক্ত বাস পথে নামায়। কোথাও কোনও সমস্যা হয়নি বলে পরীক্ষার্থীরা জানান। দ্বিতীয় দিন হাসি মুখেই পরীক্ষার্থীদের হল থেকে বের হতে দেখা যায়। প্রথম দিন বাংলা ভাষার প্রশ্ন ফাঁসের কথা চাউর হয়ে যায়।যদিও সেটি আসলে সত্যি নয় বলে মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্ট করে।আর দ্বিতীয় দিন ইংরেজি পরীক্ষায় বিপত্তি ঠেকাতে কড়া পদক্ষেপ করে প্রশাসন। প্রশ্নপত্রের ওপর বিশেষ কোড ব্যবহার করা হচ্ছে। যে কডের মাধ্যমে পরীক্ষার্থীদের সহজেই চিহ্নিত করা যায়। এদিকে পরীক্ষার্থীদের একাংশ জানিয়েছেন টেনশন মুক্ত ভাবেই পরীক্ষা দিয়েছেন।
অভিজ্ঞ শিক্ষকদের মত, এবারের ইংরেজি পরীক্ষায় ভালো নম্বর তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যারা দারুণ ভাবে ইংরেজি নিয়ে পড়াশোনা করেছে, তাদের ক্ষেত্রে তো বলারই দরকার নেই, যারা ইংরেজি ভাষাটি নিয়ে মাঝারি মাপের পড়াশোনা করেছে, তারাও এই প্রশ্নপত্রে ভালো নম্বর তুলতে পারে বলে মনে করছেন অনেকেই।
প্রতিবারের মতোই এবারেও মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার যে বিভাগটি নিয়ে অনেক পরীক্ষার্থীর মনেই শঙ্কা ছিল, সেটি হল রাইটিং বিভাগের বিষয়বস্তু। শিক্ষকদের মতে, এবার রাইটিং স্কিল দেখার জন্য প্রিয় উৎসব নিয়ে বন্ধুকে চিঠির লেখার কথা বলা হয়। শিক্ষকদের একাংশের অভিমত,এতে পরীক্ষার্থীদের কল্পনাশক্তির পরীক্ষা যেমন হয়েছে তেমনই নম্বর তোলার সুযোগও রয়েছে।সবমিলিয়ে ইংরেজি পরীক্ষা মোটের ওপর নির্বিঘ্নে হওয়ায় স্বস্তিতে পড়ুয়া থেকে অভিভাবক সকলেই।
Free Access