কলকাতা

স্বল্পমূল্যে স্নায়ুরোগের চিকিৎসা! রাজ্যের উদ্যোগে গড়ে উঠছে অত্যাধুনিক হাসপাতাল

Low-cost neurological treatment! State-of-the-art hospitals are being built on the initiative of the state

Truth of Bengal: রাজ্য সরকারের উদ্যোগে এবার কলকাতার পূর্বপ্রান্তে কনভেন্ট রোডে তৈরি হতে চলেছে অত্যাধুনিক স্নায়ু চিকিৎসার হাসপাতাল। প্রায় ৫৯ কোটি টাকা খরচে তৈরি হবে এই বিশেষায়িত হাসপাতাল, যা সাধারণ মানুষের জন্য সুলভ ও উন্নত চিকিৎসার দ্বার খুলে দেবে।

স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “পশ্চিমবঙ্গে বেশ কিছু বেসরকারি নিউরো হাসপাতাল থাকলেও, সরকারি উদ্যোগে এমন সম্পূর্ণ স্নায়ু চিকিৎসার কেন্দ্র এখনও পর্যন্ত নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই এই গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু হয়েছে। ফলে আর সাধারণ মানুষকে ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে যেতে হবে না।”

নবান্ন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই অর্থদপ্তর থেকে বরাদ্দ হয়েছে ৫৯ কোটি টাকা। প্রাথমিক নকশা তৈরি করেছে পূর্ত দপ্তর। সাততলা ভবনে হবে এই হাসপাতাল, যেখানে ২৪ ঘণ্টা স্নায়ুর সূক্ষ্ম অস্ত্রোপচার, নিউরো মেডিসিন ও নিউরো সার্জারির পোস্ট-ডক্টরাল কোর্স, গবেষণা এবং পরিকাঠামো সহ সমস্ত আধুনিক সুবিধা থাকবে।

দুটি সাব-স্টেশন থাকবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য। হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। ২০২৬ সালের মধ্যেই পুরোপুরি কার্যকর হবে এই হাসপাতাল। হাসপাতালের জন্য অধিগৃহীত জমি ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে।

স্বাস্থ্যদপ্তর জানাচ্ছে, তিন ধাপে অর্থ বরাদ্দ করা হবে, যার প্রথম ধাপে ৭ কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে। হাসপাতালটিতে স্ট্রোক পরবর্তী ফলো-আপ, জটিল স্নায়ু অস্ত্রোপচার ও গবেষণার জন্য আলাদা বিভাগ থাকবে।

বর্তমানে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে রোগীর চাপ এত বেশি যে শয্যা পাওয়া থেকে শুরু করে সাধারণ স্ক্যান করাতে পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নতুন এই হাসপাতাল তৈরি হলে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী প্রশাসন।

তবে এখনো পর্যন্ত হাসপাতালের শয্যা সংখ্যা নির্ধারিত হয়নি। পূর্ত দপ্তরের কাজের উপর নির্ভর করেই চূড়ান্ত পরিকল্পনা হবে। আশা করা যাচ্ছে, ২০২৬ সালের এপ্রিলের মধ্যে এই হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের কাজ পুরোপুরি শুরু হবে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের স্নায়ু চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles