৬৯ বাংলাদেশির বিরুদ্ধে জারি লুকআউটের নোটিশ, ভুয়ো পাসপোর্ট কাণ্ডে বড় পদক্ষেপ লালবাজারের
Lookout notice issued against 69 Bangladeshis, big step in fake passport case in Lalbazar

Truth Of Bengal: ভুয়ো পাসপোর্ট কাণ্ড নিয়ে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে লালবাজার। এবার ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরিতে অভিযুক্ত বাংলাদেশিদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ। এখন পর্যন্ত ৬৯জনের বিরুদ্ধে এই লুক আউটের নোটিশ অভিবাসন দপ্তরকে চিঠি দিয়ে জানিয়েছে লালবাজার।
বলা বাহুল্য, বর্তমানে মৌলবাদের অত্যাচারে অশান্ত বাংলাদেশ। তাই ওপার বাংলার বাসিন্দারা এখন এপার বাংলায় প্রবেশ করছে। আর তখনই ভুয়ো পাসপোর্ট নিয়ে বেশ তৎপর হতে দেখা যায় রাজ্য পুলিশকে। প্রথমে এই ঘটনার সঙ্গে জড়িত এক বা দুজনকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু পরে তা এই ভুয়ো পার্সপোর্ট কাণ্ড নিয়ে উঠে আসে একের পর এক তথ্য। জানা গিয়েছে, বর্তমানে ১২০ জন বাংলাদেশি নাগরিক ভুয়ো পার্সপোর্ট তৈরি করেছিলেন। এদের মধ্যে ৬৯ জনের নামে এবার জারি হয়েছে লুক আউটের নোটিশ।
লুক আউট নোটিশ কী?
লুক আউট নোটিশ জারি হলে বিশ্বের যে কোনও দেশেই থাকুন না কেন অন্য আর কোনও দেশে যেতে পারবেন না তাঁরা। শুধু তাই নয় সেই দেশ ছাড়ার চেষ্টা করলে খবর চলে আসবে কলকাতা পুলিশের কাছে। একথায় বলা যায়, ভুয়ো পার্সপোর্ট কাণ্ড নিয়ে এবার বিশেষ পদক্ষেপ নেবে লালবাজার।