কলকাতা

ভোটের শহরে  সোশ্যাল মিডিয়ায় বিশেষ নজরদারি লালবাজারের

Lalbazar is specially monitored on social media in the polling city

The Truth Of Bengal: সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট , ভুয়ো খবর,  বিতর্কিত বক্তৃতা যাতে না ছড়ায় তার  সেদিকে নজর রাখবে লালবাজারের বিশেষ সেল।  সেই জন্য ১২ জনের একটা দল গঠন করা হয়েছে লালবাজারের তরফে।

লালবাজারে তরফ থেকে এবার বিশেষ সেল গঠন করা হচ্ছে । সোশ্যাল মিডিয়াতে নজর রাখবে এই টিম।  মূলত নির্বাচন যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই টিম সক্রিয় থাকবে এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে , কলকাতার পুলিশ কমিশনারের তরফ থেকে ১২ সদস্যের সেল  গঠন করা হয়েছে। কলকাতা পুলিশের সাইবার অপরাধ বিভাগও এর সঙ্গে জড়িত।  পুলিশ সূত্রে খবর ভোটের বাজারে ভুয়ো খবর , উস্কানিমূলক নানা রকম পোস্ট,  রাজনৈতিক এবং সম্প্রদায়িক দিক থেকে  স্পর্শকাতর ছবি যাতে না ছড়ায় সেদিকে নজরদারি চালাবে এই সেল ।

কলকাতা পুলিশকে রাস্তাঘাটের পাশাপাশিও সোশ্যাল মিডিয়াতে নজর দিতে  বলেছিল নির্বাচন কমিশন। তাদের তরফ থেকেই এই সেল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল। যা মেনে এবার এই সেল তৈরি করা হচ্ছে। এই সেল সোশ্যাল মিডিয়ায়  উস্কানি ছড়ানোর মতো যে সমস্ত  প্রোফাইল রয়েছে সেগুলোর উপর বিশেষভাবে নজর রাখবে। এই সেল প্রয়োজনে সমাজ মাধ্যম থেকে কোনো  পোস্ট সরিয়ে দেওয়ার জন্য নোটিশ জারি করবে , সেই সঙ্গে টুইটার বা ফেসবুকের মত ব্যবস্থা নিতে অনুরোধ করবে।

FREE ACCESS

Related Articles