কলকাতা
Trending

KOLKATA: একইদিনে কলকাতায় দুই হেভিওয়েট! মঙ্গলবারের নির্বাচনী প্রচারে একইসঙ্গে মমতা-মোদী

kolkata today two heavy weight politian mamata banerjee and narendra modis road show will happen at kolkata

The Truth Of Bengal Desk: আশঙ্কা ছিল আগেই । সেই মতোই শহর থেকে জেলা তছনছ করেছে শক্তিশালী রেমাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে লন্ডভন্ড হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ভেঙে পড়েছে গাছ। হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই জানানো হয়েছিল সোমবার সন্ধ্যার পর থেকে কিছুটা হলেও আবহাওয়ার উন্নতি হবে। আর ঠিক সেই রকমই হল। ঘূর্ণিঝড় রেমালের পরবর্তি অধ্যায় আবারও সেই রাজনীতি। নতুন অধ্যায় হিসেবে আবারও রাজ্যরাজণীতিতে ফিরল লোকসভা নির্বাচনের প্রসঙ্গ। গোটা রাজ্যের তাপমাত্রা অনেকটাই কমলেও, রাজনৈতিক ময়দানে লোকসভা নির্বাচন নিয়ে উত্তাপ এবং প্রচার সভা গুলির জন্য দলের কর্মকর্তাদের আলাদাই উত্তেজনা দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গের আজ কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, তবে রয়েছে কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। সেখানেই এবার খাস কলকাতায় মঙ্গলবার উত্তরে প্রচার সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর-দক্ষিণ মিলিয়েই প্রচারে নামবেন মুখ্যমন্ত্রী মমতা ।

কল্লোলিনীতে মঙ্গলবার উত্তরে মোদীর রোড শো এবং বারাসাত-যাদবপুরে  জনসভাঃ  

এর আগেও বহুবার প্রধামন্ত্রীকে বঙ্গে এসে নির্বাচনী প্রচার করতে দেখা গিয়েছে। রাত্রিবাসও করেছেন তিনি। তবে এবার তাঁকে সরাসরি শহর কলকাতার রাস্তায় শোভাযাত্রায় দেখা যাবে। এবং শোনা যাচ্ছে তাঁকে এদিনের শোভাযাত্রার পথে মোট ৪০টি আলাদা স্থানে মঞ্চ বেঁধে স্বাগত জানানো হবে। সঙ্গে থাকবে বাংলার বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধনে অনুষ্ঠান। এদিনের নরেন্দ্র মোদী প্রথমেই তাঁর সভা সারবেন উত্তর ২৪ পরগণার অশোক নগরে। এরপর তিনি বারুইপুরের সভা শেষ করে প্রধানমন্ত্রী পৌঁছে যাবেন বাগবাজারের মায়ের বাড়ি। এরপর সেখান থেকে শ্যামবাজার পৌঁছে তিনি শুরু করবেন তাঁর এদিনের পথসভা, শ্যামবাজার থেকে প্রধানমন্ত্রী এদিন হাতিবাগান এবং এরপর তিনি বিবেকানন্দ রোডের কাছে তাঁর সভাটি পৌঁছে যাবে। সূত্রের খবত তাঁকে এদিন বিবেকা নন্দের বাড়িতেও যেতে দেখা যাবে। যদিও প্রথমে স্বামীজির বাড়ি থেকেই রোড শো’টি শুরু হওয়ার কথা ছিল। তবে তাঁর পরিবর্তন করে পথ সভার এই পথটিকেই বেছে নেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়েই নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীঃ 

সঙ্গে এদিন দমদম লোকসভা নির্বাচনী কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের হয়ে প্রচারে মিছিলে নামবেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনে মুখ্যমন্ত্রীর প্রথম সভাটি উত্তর দমদম বিধানসভা এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকলেও। তাঁকে এরপর বিরাটির বণিক মোড় থেকে এয়ারপোর্টের কাছে মিছিল করতে দেখা যাবে। এরপর তাঁকে বিকেল পাঁচটায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে আরও একটি পথসভা করতে দেখা যাবে এন্টালি থেকে পার্ক সার্কাস পর্যন্ত। তবে এদিনের দুটি জোড়া পথসভার পর মুখ্যমন্ত্রীকে দক্ষিণ কলকাতার বেহালায় মালা রায়ের হয়েও একটি রাজনৈতিক জন সভা করতে দেখা যাবে।

Related Articles