কলকাতা

কলকাতা পুলিশের বড় সাফল্য, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩ দুষ্কৃতি

Kolkata Police's big success, 3 criminals arrested with firearms

Truth Of Bengal: আবারও কলকাতা পুলিশের বড় সাফল্য। ভিন রাজ্য থেকে আসা দুষ্কৃতিদের এরাজ্যে অশান্তি পাকানোর ছক বানচাল করল পুলিশ। কলকাতা পুলিশের এসটিএফ-এর অভিযানে গ্রেফতার হয়েছে উত্তরপ্রদেশের তিন কুখ্যাত দুষ্কৃতী। ধৃতদের নাম সন্তোষ সাহানি, জিতেন্দ্র কুমার ও মনোজ কুমার। সন্তোষ ও জিতেন্দ্রর বাড়ি উত্তরপ্রদেশের গাজিপুরে। তাদের সঙ্গী মনোজ কুমারের বাড়ি মাউ জেলায়। উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি এসইউভি গাড়ি আটক করে পুলিশ। বড়বাজার এলাকায় অপরাধীমূলক কাজ সংগঠিত করতে উত্তরপ্রদেশের একটি দুষ্কৃতীদল শহরে ঢুকেছে এমন খবর ছিল এসটিএফ-এর কাছে।

সেই মতো পুলিশের টিম প্রস্তুত ছিল। দুষ্কৃতীরা ওই গাড়ি নিয়ে শহরে ঢুকতেই উত্তরপ্রদেশের নম্বরপ্লেট লাগানো গাড়িটিকে ধাওয়া করে পুলিশ। বড়বাজারের একটি গুরুদ্বারের কাছ থেকে তাদের গ্রেফতার করা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি উত্তরপ্রদেশের রেজিস্ট্রেশন করা। ওই গাড়ির বনেটের ভিতরে এয়ার ক্লিনার ফিল্টারের বাক্স থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। উদ্ধার করা হয়েছে একটি নাইন এমএম পিস্তল, একটি সেভেন এমএম পিস্তল ও ১৭ রাউন্ড গুলি।

নিজস্ব চিত্র

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে এস টি এফ অভিযান চালায় কলকাতার বড়বাজার থানা এলাকায়। এমজি রোডে আটক করা হয় একটি এসইওভি গাড়ি। পুলিশের কাছে আগেই খবর ছিল ওই গাড়িতে ভিন রাজ্যের দুষ্কৃতীরা প্রচুর আগ্নেয়াস্ত্র নিয়ে শহরে ঢুকেছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে এমজি রোডে গাড়িটি আটক করে পুলিশ। গাড়ির বনেট খুলতেই উদ্ধার হয় সব আগ্নেয়াস্ত্র। ধৃতদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে মামলার রুজু করা হয়েছে। কী উদ্দেশ্য নিয়ে এই অস্ত্র নিয়ে তারা শহরে ঢুকেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করে কলকাতায় আসার কারণ জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

Related Articles