কলকাতা

বর্ষবরণের রাত ও বছরের প্রথম দিনের জন্য বিশেষ ব্যবস্থা কলকাতা পুলিশের

Kolkata Police special arrangements for New Year's Eve

The Truth of Bengal: পুলিশ বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি করে ব্যবস্থা নিলেও নজরদারি এড়িয়ে অবাধেই বিধিভঙ্গের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ফলে বর্ষবরণের রাতে সেই প্রবণতা আদৌ রোখা যাবে কি না, তা নিয়ে ধন্দে পুলিশ কর্তারাও। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, সে জন্য বর্ষবরণের রাত ও বছরের প্রথম দিনের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ।

লালবাজার সূত্রের খবর, আজ, রবিবার শহরে ২৫০০ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। ১ জানুয়ারি, সোমবার থাকবে অতিরিক্ত ২৪০০ পুলিশ। শহরের প্রায় একশোটি জায়গায় বিশেষ তল্লাশির ব্যবস্থা থাকবে। বর্ষবরণকে কেন্দ্র করে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় উপচে পড়া ভিড়কে মাথায় রেখে সেখানে থাকছে বিশেষ বন্দোবস্ত। পার্ক স্ট্রিটকে ৬টি সেক্টরে ভাগ করে থাকবেন ১০ জন উপ-নগরপাল পদমর্যাদার অফিসার, একাধিক ইনস্পেক্টর, সাব-ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ।

তিনটি ওয়াচ টাওয়ার থেকে সেখানে রাতভর নজরদারি চলবে। দিনে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, বিড়লা তারামণ্ডল-সহ শহরের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে বাড়তি পুলিশ। সেখানে এক জন ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার দায়িত্বে থাকবেন। বর্ষবরণের রাতে হোটেল, পানশালাগুলিতে আসা অতিথিদের উপরেও থাকবে কড়া নজর। মহিলাদের নিরাপত্তায় কলকাতা পুলিশের উইনার্স বাহিনীর পাশাপাশি থাকবে সাদা পোশাকের পুলিশও।

Related Articles