কলকাতা
Trending

রেড রোডে কলকাতা পুলিশের ম্যারাথনে দুর্ঘটনা, আহত কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা

Kolkata police marathon accident on red road

The Truth Of Bengali : আচমকাই রেড রোডে কলকাতা পুলিশের ম্যারাথন চলাকালীন দুর্ঘটনা। তোরণ উল্টে আহত কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা। ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার সকাল থেকে রেড রোডে পুলিশের হাফ ম্যারাথন শুরু হয়েছে।

ম্যারাথনের সমাপ্তি পয়েন্টের কাছে একটি বড় তোরণ রাখা ছিল। সূত্রের খবর, সকালে দমকা হাওয়ায় ওই তোরণ আচমকা উল্টে যায়। তোরণের সামনেই দাঁড়িয়েছিলেন মুরলীধর। তাঁর ঘাড়ে এসে পড়ে ভাঙা তোরণটি।

এতে তাঁর মাথা এবং পিঠে চোট লেগেছে বলে খবর। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে মৌলালির ইনস্টিটিউ অফ নিউরোসায়েন্সে। সেখানেই চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে খবর, অতিরিক্ত পুলিশ কমিশনারের চোট তেমন গুরুতর নয়।

 

FREE ACCESS

Related Articles