কলকাতা

কলকাতা পুলিশের বড় সাফল্য! ধরা পড়ল আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী

Kolkata police big success! Another Bangladeshi intruder was caught

Truth Of Bengal: বাংলাদেশে ক্ষমতার হাত বদল হওয়ার পর বেড়েছে চরম অস্থিরতা। মুক্তি পেয়ে যাচ্ছে জঙ্গিরা। আর মুক্তি পেয়েই অনসারুল্লা বাংলা টিমের সদস্যরা এপার বাংলায় নাশকতার ঘুটি সাজাতে ব্যস্ত।একথা টের পেয়েই ধরপাকড় শক্ত করেছে রাজ্য পুলিশ।এসটিএফের জালে ধরা পড়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে দুই আনসারুল্লা বাংলা টিমের সদস্য।ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে কাশ্মীরের কুখ্যাত জঙ্গিকে।বড়দিনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রক্ষকদের কড়া নজর কোনও অঘটন ঘটতে দেয়নি। তবে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এদেশে গা ঢাকা দিলে রেয়াত করছে না পুলিশ। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশের এক যুবক। অভিযুক্ত হামিদুর রহমান ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে পার্কস্ট্রিটে বসবাস করছিল।

পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের নড়াইলের বাসিন্দা  হামিদুর রহমান। বৈধ নথি ছাড়াই কোনওভাবে ভারতে প্রবেশ করেছিলেন ধৃত যুবক। তারপর   ভারতের নাগরিক হিসেবে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে। ভুয়ো নথি ব্যবহার করে কলকাতায় বসবাস করছিল ওই যুবক। গোপন সূত্রে  খবর পেয়ে, বৃহস্পতিবার রাতে মার্কুইস স্ট্রিটে হানা দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় অনুপ্রবেশকারীকে। সন্দেহ,, প্রতারণামূলক কাজে জড়িত ছিল ওই যুবক।শুধু কলকাতাতেই নয়,সীমান্ত এলাকাতেও নজরদারি বাড়িয়েছে পুলিশ। যার জেরে,  আবারও পুলিশের জালে গ্রেপ্তার তিন বাংলাদেশি সহ ভারতীয় তিন দালাল। নদীয়ার ধানতলা গাংনাপুর এবং হাঁসখালি থানার যৌথ উদ্যোগে এই ছয় জনকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, ধৃত তিন বাংলাদেশী ভারতীয় তিনজন দালালের আশ্রয়স্থলে ছিল। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃতদের তোলা হবে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে।   গত দু’মাসে প্রায় ২১০ জন মতো অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো রানাঘাট পুলিশ জেলা।

Related Articles