Kolkata Metro: হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে কখন? জেনে নিন পরিবর্তিত সময়
যাত্রী সুরক্ষা এবং নির্বিঘ্নে পরিষেবা পরিচালনার জন্য গ্রিন লাইনে পরীক্ষানিরীক্ষার কাজ করা হবে।
Truth of Bengal: কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে গ্রিন লাইনের (হাওড়া ময়দান – সল্টলেক সেক্টর ফাইভ) যাত্রীদের জন্য একটি জরুরি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার, ১১ নভেম্বর ট্র্যাফিক ব্লক করে কিছু প্রয়োজনীয় কাজ করার কারণে গ্রিন লাইনের শেষ মেট্রো পরিষেবাগুলির সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। যাত্রী সুরক্ষা এবং নির্বিঘ্নে পরিষেবা পরিচালনার জন্য গ্রিন লাইনে পরীক্ষানিরীক্ষার কাজ করা হবে। সেই কারণে আজ দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো অন্তত এক ঘণ্টা আগে ছেড়ে যাবে।
হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো পরিষেবা সল্টলেক সেক্টর ৫-এর উদ্দেশ্যে রাত ২১:৪৫ টার পরিবর্তে ২০:৪৫ টায় ছেড়ে যাবে। সল্টলেক সেক্টর ৫ থেকে শেষ মেট্রো পরিষেবা হাওড়া ময়দানের উদ্দেশ্যে রাত ২১:৪৭ টার পরিবর্তে ২০:৪৬ টায় ছেড়ে যাবে।
কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্র্যাফিক ব্লক করে এই প্রয়োজনীয় কাজগুলি সম্পন্ন করা হবে। এর আগে গত রবিবারও একই ধরনের কাজ করা হয়েছিল। কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, এই করিডোরে স্বাভাবিক পরিষেবাগুলি বুধবার (১২ নভেম্বর, ২০২৫) থেকে পুনরায় উপলব্ধ থাকবে। যাত্রীদের অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং পরিবর্তিত সময়সূচি জেনে যাত্রা করার জন্য অনুরোধ করা হয়েছে।





