কলকাতা

কলকাতা ইন্টারন্যাশনাল পোল্ট্রি ফেয়ার

Kolkata International Poultry Fair

Truth Of Bengal: নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন আয়োজিত কলকাতা ইন্টারন্যাশনাল পোল্ট্রি ফেয়ার-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায়, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার, প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ তীর্থ কুমার দত্ত, আয়োজক ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন-এর সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট শিল্পদ্যোগী মদন মোহন মাইতি, ইন্টারন্যাশনাল এগ কমিশনের প্রেসিডেন্ট সুরেশ রায়ুদু চিট্টুরি, ইন্ডিয়ান পোল্ট্রি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট উদয় সিং বায়াস, পোল্ট্রি বিডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট সি বসন্ত কুমার, ভারতীয় স্টেট ব্যাঙ্কের কলকাতার সার্কেলের জেনারেল ম্যানেজার সনাতন মিশ্র, পোল্ট্রি শিল্পের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা।

নিউটাউনের বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টারে পূর্ব ভারতের সর্ববৃহৎ পোল্ট্রি সংক্রান্ত প্রদর্শনী চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। খোলা থাকবে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা। এই উপলক্ষে নোভাকন আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমার। এই উপলক্ষে বিভিন্ন আলোচনা সভা, ডিম খাওয়ার প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হবে।

Related Articles