উৎসশ্রী বিভ্রাট! পোর্টালের অবস্থা জানতে চেয়ে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের
Kolkata High Court Demands Update on Utshashree Portal’s current status

Truth of Bengal: পশ্চিমবঙ্গ সরকারের একটি নিজস্ব পোর্টাল ‘উৎসশ্রী’। যার মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি শিক্ষকদের যাদের বদলি প্রয়োজন তাঁরা যাতে সহজেই অনলাইনে আবেদন করতে পারেন, তার জন্যই এই পোর্টাল চালু করা হয়েছিল যেখানে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, সব স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই আবেদন জানাতে পারে, কিন্তু এই পোর্টাল নিয়েই এবার বিভ্রাট।
উৎসশ্রী পোর্টালের বর্তমান অবস্থা জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ২১ জানুয়ারির মধ্যে হাইকোর্টকে এই রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে এমনটাই দাবি করা হয় কলকাতা হাইকোর্টের তরফ থেকে।
প্রসঙ্গত, ২০২২ সালে কর্মস্থানে বদল চেয়ে উৎসশ্রী পোর্টালে আবেদন জানান শিক্ষিকা অপরূপা পাঠক। তিনি নদিয়ার জামশেরপুরে কর্মরত। কারণবশত তিনি বদলি হয়ে উত্তর ২৪ পরগনায় যেতে চান। এই পোর্টালের মাধ্যমে ২০২২-এ আবেদন করলেও কোনও সুরাহা পাননি তিনি এমনটাই অভিযযোগ তাঁর। তারপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শিক্ষিকা। তাঁর দাবি, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর থেকে তিনি আবেদন করছেন, পোর্টাল সাসপেন্ড করে রেখেছে রাজ্য। এতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁকে।
বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের কাছে ‘উৎসশ্রী’ পোর্টালের বর্তমান অবস্থা নিয়ে জানতে চান। তিনি জিজ্ঞাসা করেন, এই পোর্টালের সম্মদ্ধে বর্তমানে কি ভাবছে রাজ্য সরকার? রাজ্য সরকারের তরফ থেকে এই পোর্টালের বর্তমান অবস্থান জানতে পারলেই এই মামলার পরবর্তী নির্দেশ দিতে সুবিধা হবে বলে জানিয়েছেন বিচারপতি। আগামী ২১ জানুয়ারির মধ্যে আদালতকে এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে রাজ্যকে।