কলকাতা

কলকাতা হবে ম্যাসেডোনিয়ার সিস্টার শহর! বাংলার সঙ্গে বাণিজ্যে যুক্ত হতে চায় মাদার টেরিজার দেশ

Macedonia City

The Truth of Bengal: ভারতের সঙ্গে ম্যাসেডোনিয়ার সম্পর্ক নতুন নয়, ৩২০ খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন ম্যাসেডোনিয়ার রাজা আলেকজান্ডার। যদিও তিনি ভারতে না ঢুকে ফের নিজের দেশে ফিরে যান। তারপর প্রায় আড়াই সহস্রাব্দের পর, খাস কলকাতায় শান্তির দূত হিসেবে এসেছিলেন মাদার টেরিজা। তারপর তিনি হয়ে গিয়েছেন ভারতের, এবং খাস বাংলার মানুষ। সেই মাদার টেরিজার টানেই সাড়ে ছ’হাজার কিলোমিটার পেরিয়ে কলকাতায় হাজির হলেন রিপাবলিক অফ নর্থ ম‌্যাসিডোনিয়ার বিদেশমন্ত্রী বুজার ওসমানি। সঙ্গে ছিলে ভারতে ম‌্যাসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোডান উজুনভ। তাঁরা মাদারের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দেখা করেন কলকাতার মহানাগরিক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে।

কলকাতা শহর ও সংস্কৃতি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়।  মেয়রের আতিথেয়তায় মুগ্ধ হন বুজার ওসমানি। তিনি জানালেন, ম‌্যাসিডোনিয়ার সিস্টার সিটি হবে কলকাতা। পাশাপাশি আগামী বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলনে তাঁদের প্রতিনিধিরা থাকবেন।  চুক্তি হবে বাণিজ্য নিয়েও।  মেয়র ফিরহাদ জানান, ‘‘মাদার টেরিজা কেন্দ্রিক ট‌্যুরিজম চালু করতে চায় ম‌্যাসিডোনিয়া। ওনাদের বিদেশমন্ত্রী এদিন, তীর্থযাত্রী কেন্দ্রিক পর্যটনের পাশাপাশি বাংলায় বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলনে বিনিয়োগকারীদের একটা টিমও নিয়ে আসবেন বলে কথা দিয়েছেন।’’

লেপেনাক নদীর তীরে ম‌্যাসিডোনিয়াতেই জন্ম হয়েছিল মাদার টেরিজার। মানুষের সেবার তাঁর জীবনের একটা বড় অংশ কেটে এই তিলোত্তমা কলকাতায়। গড়ে তুলেছিলেন মিশনারিজ অফ চ‌্যারিটি। ১৯২৯ সালের জানুয়ারি মাসে তিনি কলকাতা প্রথম পা রাখেন। এদিন নর্থ ম্যাসেডোনিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেন কলকাতার আর্চ বিশপ থমাস ডি সুজাও। সঙ্গেও। বুজার ওসমানি জানিয়েছেন, এ শহরের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায় নর্থ ম‌্যাসিডোনিয়া। বুজারের পরিকল্পনা শুনে আপ্লুত আর্চ বিশপও।

Related Articles