কলকাতা
কলকাতায় জোড়া পথদুর্ঘটনা! ইএম বাইপাসে বাইক আরোহীর মৃত্যু, রেড রোডে গুরুতর জখম বাবা-ছেলে
প্রথম দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ২টা নাগাদ কালিকাপুর-সার্ভে পার্ক সংলগ্ন ইএম বাইপাসে।
Truth Of Bengal: শীতের রাত ও সকালে পরপর দু’টি ভয়াবহ পথ দুর্ঘটনা। মঙ্গলবার গভীর রাতে ইএম বাইপাসে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে রেড রোডে একটি বেপরোয়া গাড়ি বিদ্যুতের খুঁটি ও গাছে ধাক্কা মেরে দুমড়ে-মুচড়ে গেলে গাড়ির দু’জন যাত্রী ও এক মহিলা পথচারী গুরুতর জখম হয়েছেন। প্রথম দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ২টা নাগাদ কালিকাপুর-সার্ভে পার্ক সংলগ্ন ইএম বাইপাসে।
পুলিশ জানিয়েছে, অলোকেশ হালদার নামে ৩০ বছর বয়সি এক যুবক ঢালাই ব্রিজের দিক থেকে রুবি মোড় অভিমুখে বাইক চালিয়ে যাচ্ছিলেন। সিংহীবাড়ি মোড়ের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে প্রথমে ধাক্কা মারে বাইকটি। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায়। ধাক্কার ধাক্কায় অলোকেশ রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা, দুর্ঘটনার সময় তাঁর মাথায় হেলমেট ছিল না। মাথায় গুরুতর আঘাতই মৃত্যুর কারণ।
এর কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন রেড রোডে আরেকটি বড় দুর্ঘটনা। একটি দ্রুতগতির প্রাইভেট কার প্রথমে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে, তারপর ছিটকে গিয়ে কাছেই একটি গাছে ধাক্কা খায়। সজোরে সংঘর্ষে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে যায়। গাড়িতে থাকা দু’জন যাঁরা বাবা ও ছেলে বলে পুলিশ জেনেছে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়।
তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে সাফাইয়ের কাজ করছিলেন রায়চকের বাসিন্দা রশিদা বেগম নামে এক মহিলা কর্মী। গাড়ির ধাক্কায় তিনিও আহত হয়েছেন।দু’টি ঘটনাতেই পুলিশ মামলা শুরু করেছে। অতিরিক্ত গতি, নিরাপত্তা বিধি না মানা এবং চালকের দোষত্রুটি খতিয়ে দেখা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।




