
The Truth Of Bengal : পুজোর রেশ এখনও কাটেনি তার মধ্যেই সুখবর। নতুন উৎসবের মেজাজে মাতবে কলকাতাবাসী। বাঙালির অতি প্রিয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। ৫ ডিসেম্বর থেকে শুরু হবে এই উৎসব| কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বলি তারকারা প্রতিবারই উপস্থিত থাকেন। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা-সহ বেশ কয়েকজন বলি তারকা তিলোত্তমায় উপস্থিত থাকেন।
তবে এবারে বাকিদের সঙ্গে একই মঞ্চে থাকবেন সলমন খান। মে মাসেই ১৩ বছর পর সলমন খান কলকাতায় আসেন। ইস্টবেঙ্গল ক্লাবে এক অনুষ্ঠানে এসেছিলেন তিনি। দেখা করেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। হরিশ চ্যাটার্জি রোডে মমতার বাড়িতে গিয়েছিলেন তিনি। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে তখনই সলমন খানের চলচ্চিত্র উৎসবে আসার কথা হয়ে গিয়েছিল।
মুখ্যমন্ত্রীর কথা রাখতেই শহরে ফের আসবেন ভাইজান। প্রসঙ্গত, বলিউডের সবচেয়ে বড় দুই সুপারস্টার এক মঞ্চে উপস্থিত থাকার কথা রীতিমত সাড়া ফেলেছে সিনে দুনিয়ায়। এদিকে খুব শীঘ্রই সলমন খানের সিনেমায় শাহরুখ খানকে দেখা যেতে পারে বলেই জানা যাচ্ছে।
FREE ACCESS