কলকাতা

প্রিয়তমাসুকে চিঠি লিখল খিদিরপুর পল্লী শারদীয়াবৃন্দ

Durga Pujo 2023

The Truth of Bangla,mou basu: আধুনিক বাঙালির অনেক কিছুই বিস্মরণ হলেও কিছু স্মৃতি যেন সত্তায় লেপ্টে থাকে চিরদিনের জন্য। সেই পাঁচের দশকে তৈরি বিশ্বখ্যাত সত্যজিতের হাতে বাঙালির দৈনন্দিন হাসিকান্নার জীবন্ত দলিল ‘পথের পাঁচালি’-র একটি দৃশ্য যেন আজও বাঙালির স্মৃতি সত্তায় ছেয়ে আছে। আদি অন্ত সাদা কাশবনের মাঝ দিয়ে দিদি দুর্গার হাত ধরে অপুর সেই দৌড়-তারপর তাদের বহু প্রতীক্ষিত রেলগাড়ি দর্শন। হ্যাঁ, সত্যজিতের হাত ধরেই অপুর চোখ দিয়েই সেই প্রথম বাঙালির ঝাঁকিদর্শন। বলা ভালো, আগামী ভবিষ্যতের এক টুকরো চিত্রকল্প দর্শন। অপু হল এখানে এক প্রতীক-বাঙালির প্রথম স্বপ্নের ফেরিওয়ালা। সেই শুরু বাঙালির খোলস পাল্টানো।

তারপর অনেক প্রজন্ম পেরিয়ে আজ আমরা ডিজিটাল যুগে পা রেখেছি। আধুনিক ব্যস্তসমস্ত জীবনে আট থেকে আশি আমরা সবাই আজ স্মার্টফোনশোভিত। এখন সবাই নীরব শ্রোতা, নীরব দর্শক আর নীরব কথাকারও বটে। সবই চলছে স্মার্টফোনের বোতাম টিপে টিপে। স্মার্টফোনের দৌলতে এখন গোটা দুনিয়াই হাজির হাতের মুঠোয়। অন্নপ্রাশন টু অন্তর্জলি যাত্রা-সবই আজ স্মার্টফোন নির্ভর। স্মার্ট হতে গিয়ে আমাদের জীবন থেকে অনেক কিছুই আজ হারিয়ে যাচ্ছে বা হারানোর পথে। যেমন, চিঠি। বাড়িতে বাড়িতে লেটার বাক্স আছে। তবে সেটা সাজানো। ডাকপিয়নরাও তাতে গুঁজে ভরে দিয়ে যায় দরকারি বিল বা অফিশিয়াল চিঠিপত্র। ব্যক্তিগত চিঠি, পোস্টকার্ডের দিন শেষ হয়ে গেছে। এখন সবাই একলাইনে সোশ্যাল মিডিয়া মারফত নিজেদের বার্তা পৌঁছে দিয়েই ক্ষান্ত। হারিয়ে যাওয়া চিঠির কথাই এবার খিদিরপুর পল্লী শারদীয়ার পুজোর বিষয় ও আয়োজন।

খিদিরপুরের বুকে বরাবরই নজরকাড়া থিমে সুষ্ঠু পুজো করে সবাইকে চমকে দেয় খিদিরপুর পল্লী শারদীয়া। এবছর তাদের থিম হল প্রিয়তমাসু। সামগ্রিক ভাবনা ও প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন কৃশানু পাল ছোট্ট পুজো হলে আয়োজনে ও অভিনব থিমে নজর কাড়ার প্রচেষ্টায় কোনো খামতি নেই খিদিরপুর পল্লী শারদীয়ার। পুজো কমিটির কর্মকর্তা সুদীপ রায় জানান,দ্রুত থেকে দ্রুততর যোগাযোগের এই পৃথিবীতে কিছু শব্দ আজ বিলুপ্তপ্রায়। ধৈর্য্য, প্রতীক্ষা বা বিরহের আজ অবকাশ মেলা ভার। প্রযুক্তির উন্নতির আড়ালে কোথাও যেন হারিয়ে যাচ্ছে আমাদের জীবনের সুক্ষ্ম অনুভূতিরা। সেই সঙ্গেই আজ প্রয়োজন হারিছে ডাকপিয়নের। আজ স্তব্ধ হয়েছে বাড়ির ঠিকানায় চিঠির আসা যাওয়া।প্রযুক্তির দৌলতে মনের কথারা আজ নিমেষে পৌছে যায় প্রিয়জনের কাছে। শুধু আসে না চিঠিই…..।’

Free Access 

Related Articles