কলকাতা
Trending

বন্ধ মাদ্রাসা চাকরিপ্রার্থীদের কালীঘাট অভিযান, ভবানীপুর থানার অনুরোধে ভেস্তে গেল কর্মসূচী

Kalighat Abhiyan of closed madrasa job seekers,

The Truth Of Bengal: উদ্দেশ্য ছিল কালীঘাট অভিযান, সেই উদেশ্যে হাজরা মোড়ে উপস্থিত হয়েছিল মাদ্রাসা চাকরিপ্রার্থীরা। তারপরেই পুলিশের সঙ্গে কথাবার্তা শুরু হয়। পুলিশ অনুরোধ করে অভিযান না করার। অবশেষে ভবানীপুর থানার পুলিশের অনুরোধে বন্ধ হলো মাদ্রাসা চাকরিপ্রার্থীদের কালীঘাট অভিযান।

মাদ্রাসা সার্ভিস কমিশন ২০১৩ সালে বিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিলো ৩১৮৩ কিন্তু প্যানেল ছাড়ায় নিয়োগ হয় মাত্র ১৫০০।সেখানেও প্রচুর দূর্নীতি হয়েছে বলে দাবি চাকরিপ্রার্থীদের ।২০১০ সালের গেজেটের কোন নিয়ম মানা হয়নি দাবি চাকরিপ্রার্থীদের । তারা আরো বলেন মাদ্রাসা শিক্ষা মন্ত্রী মমতা ব্যানার্জি  বলছেন ৬-৭ হাজার মাদ্রাসাতে নিয়োগ হবে অথচ  6th SLST উত্তীর্ণ চাকরি প্রার্থীরা দীর্ঘ ৭ বছর ধরে আন্দোলন করছে।

হাইকোর্ট বারংবার নিয়োগের নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে  আটকানোর চেষ্টা করছে এমনটাই দাবি তাদের।

Free Access

Related Articles