আজও সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, সতর্কতায় জারি হলুদ সতর্কতা
Weather Report today

The Truth of Bengal: সকাল থেকেই আকাশ কালো হয়ে আছে মেঘে। অনেক জায়গায় ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। আজ সোমবারও আছে কালবৈশাখীর পূর্বাভাস। ঝড়ের দাপটে লন্ডভন্ড হতে পারে দক্ষিণবঙ্গের ৭ জেলা। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব বর্ধমান জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সময় জনসাধারণকে সুরক্ষিত স্থানে থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টি বাড়বে মঙ্গলবার। বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা আছে। উত্তরেও দমকা ঝোড়ো হওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে। গোটা বঙ্গেই কার্যত একইরকম আবহাওয়া আছে।
শনিবার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। তাঁর জেরে অনেকটাই নেমেছে বঙ্গের তাপমাত্রা। রবিবার থেকে আরও কিছুটা নামতে পারে পারদ। বৃষ্টি মঙ্গল ও বুধবার পর্যন্ত চলতে পারে। চলতি সপ্তাহে আর অসহনীয় গরম সহ্য করতে হবে না রাজ্যবাসীকে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবেই ঝড়-বৃষ্টি চলছে। যা চলবে আগামী কয়েক দিন। রবিবারের মতো সোমবারও দক্ষিণবঙ্গের অন্তত সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে।