কলকাতা
জুনিয়র ডাক্তারদের সিজিও অভিযানে ধুন্ধুমার, সিবিআই দফতরে পড়ল তালা
Junior doctors' CGO raid causes chaos, CBI office locked

Truth Of Bengal: আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের মামলায় সুবিচারের দাবিতে মঙ্গলবার ফের উত্তপ্ত হলো রাজপথ। সিজিও কমপ্লেক্সের সামনে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। সিজিও কমপ্লেক্সের মেন গেটে প্রতীকী তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান জুনিয়র ডাক্তাররা। তবে পুলিশ সেই তালা খুলে ফেলতেই শুরু হয় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
চিকিৎসকদের একাধিক সংগঠন অভিযোগ তোলে, সিবিআই নির্ধারিত সময়ে চার্জশিট জমা দিতে ব্যর্থ, যা বিচারের ক্ষেত্রে ঢিলেমির ইঙ্গিত বহন করে। আন্দোলনকারীদের দাবি, কেন্দ্র এবং রাজ্য উভয়েই এই মামলার তদন্তকে চক্রান্ত করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
মেডিক্যাল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর ফোরাম, এবং নার্সেস ইউনিটির সদস্যরা এদিন দুপুরে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের সামনে জমায়েত করেন। এরপর তাঁরা সিজিও কমপ্লেক্সের দিকে অভিযান শুরু করেন। আন্দোলনের নেতৃত্বে থাকা চিকিৎসক বিপ্লব চন্দ অভিযোগ করেন, “সিএফএসএলের রিপোর্টে স্পষ্ট যে এই ঘটনা একজনের পক্ষে সম্ভব নয়। চার মাস পেরিয়ে গেলেও বিচার হয়নি। সিবিআই-এর গাফিলতির কারণেই অভিযুক্তরা জামিন পেয়ে গেছে।”
আন্দোলনকারীরা আরও জানান, সুবিচার না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে এবং তা তীব্রতর হবে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভাঙার চেষ্টার পর সিজিও কমপ্লেক্স এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা দাবি তুলেছেন, অবিলম্বে তদন্তের অগ্রগতি এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। অন্যথায় তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।