কলকাতা

যাদবপুরের সিপিএম প্রার্থীর লক্ষ্য এবার মুখ্যমন্ত্রীর প্রকল্প

Jadavpur's CPM candidate's target is the chief minister's project this time

The Truth of Bengal: ২০২১এ ক্ষমতায় আসার পর মহিলাদের আর্থিক ক্ষমতা বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন। সেই প্রকল্প এককালীন অনুদান পায় বাংলার মহিলারা। জেনারেল কাস্টের মহিলাদের দেওয়া হত ৫০০টাকা এবং  তফশিলি মহিলাদের ১ হাজার টাকা।পরবর্তী সময়ে মহিলাদের আবেদনে সাড়া দিয়ে লক্ষ্মীর ভান্ডারের অর্থ দ্বিগুণ করা হয়। এপ্রিল মাস থেকে রাজ্যের জেনারেল কাস্টের  মহিলারা পাচ্ছেন ১হাজার টাকা এবং তফশিলি মহিলারা পাচ্ছেন ১২০০টাকা। এই প্রকল্প নিয়ে বিরোধীরা নানা সময়ে কটাক্ষ করে। শুধু বিজেপিই নয়,এখন সিপিএমও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে প্রচারের হাতিয়ার করতে শুরু করেছে।

যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের প্রতিশ্রুতি বামেরা ক্ষমতায় এলে লক্ষ্নীর ভান্ডারের অর্থ দ্বিগুণ করা হবে। আবার অনেক সময় বিজেপি ও বামেরা এই প্রকল্পকে খয়রাতির রাজনীতি বলে সমালোচনা করে। কিন্তু সম্প্রতি বিজেপির কোচবিহারের নেত্রী দীপা চক্রবর্তী প্রকাশ্যে সভায় হুঙ্কার দেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করে দেবে। যদিও পরবর্তী সময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভোট বাজারে ভোট টানতে লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিজেপি এই প্রকল্প নিয়ে দুমুখো রাজনীতি যে নেয় তা স্পষ্ট হয়।

২০২১-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সিপিএমের ভরাডুবি হয়। একটিও বিধায়ক তাঁরা বিধানসভায় পাঠাতে পারেনি। বিধানসভায় বাম, কংগ্রেস, আইএসএফ-এর সংযুক্ত মোর্চা পেয়েছিল ৯.৮৬ শতাংশ ভোট। সিপিএম একক ভাবে পেয়েছিল ৪.৭০ শতাংশ ভোট।এর ২বছর পর  ২০২৩-এর পঞ্চায়েত ভোটে সিপিএম পায় ১২.৫৪শতাংশ ভোট।দেখা যায়,আঠারোর পঞ্চায়েত ভোটের হিসেবে কোনও হেরফের হয়নি। এবার ১বছরের মাথায় রাজ্যে লোকসভা ভোট।চব্বিশের ভোটের আগে সিপিএমের গণসংগঠন নানা স্তরে সমীক্ষা করে।তারা বুঝতে পারে,মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্পকে  বিরোধিতা করে কোনওভাবেই  ভোটের ডিভিডেন্ড তুলতে পারবে না সিপিএম। এমনকি বর্ধমানের আউশগ্রামের চাটাই বৈঠকেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধির পক্ষে সওয়াল করেন মহিলা সমিতির সদস্যরা।তাই ঠেকে শিখল সিপিএম।সৃজনের মতো যুবনেতা যাদবপুরের প্রচারে বেরিয়ে লক্ষ্মীর ভান্ডারকেই হাতিয়ার করতে বাধ্য হন।

Related Articles