
The Truth of Bengal: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বন্ধ করতে আসছে ইসরোর প্রতিনিধি দল। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর,এর আগে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস কথা বলেছিলেন ইসরোর চেয়ারম্যানের সঙ্গে। তারপরই ইসরোর দলের আসার কথা হয়েছিল। আগামিকাল তারা আসতে পারে যাদবপুরে তেমনটাই জল্পনা।
সূত্রের খবর, ইসরোর এই প্রতিনিধি দল মূলত দেখবে উন্নত প্রযুক্তি যেমন ভিডিয়ো অ্যানালিটিক্স, টার্গেট ফিক্সিং এর মতো প্রযুক্তি যাদবপুরে কাজ করবে কি না? রেডিয়ো ফ্রিকোয়েন্সি নিয়েও হতে পারে মিটিং। শুধু তাই নয়, হস্টেলেও যেতে পারে ইসরোর দল। এ নিয়ে ইসরোর সঙ্গে আলোচনা করার জন্য নবনিযুক্ত অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে দায়িত্বও দিয়েছিলেন। সেই গত শুক্রবার উপাচার্য ইসরোর সঙ্গে এ নিয়ে আলোচনায়ও করেছিলেন।এ বার তাদেরও প্রতিনিধি দল আসতে পারে বিশ্ববিদ্যালয়ে।
ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই সেই কাজ শুরু হয়ে যাবে বলে আশ্বস্ত করেন যাদবপুরের উপাচার্য। রেজিস্ট্রার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের তরফে এই প্রস্তাব উচ্চশিক্ষা দফতরের কাছে পাঠানো হয়েছে। দফতরের তরফে মৌখিকভাবে সিসিটিভি বসানোর আশ্বাস দেওয়া হয়েছে। তবে এর জন্য কিছু সময় লাগবে বলেই তিনি জানান।