কলকাতা

শীত বিদায়ের পালা? সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?  

It's time to bid farewell to winter? What will the weather be like during Saraswati Puja?

Truth Of Bengal : আর কয়েকদিনের অপেক্ষা তার পরেই বাগদেবীর আরাধনা। চলতি বছরে সরস্বতী পুজোয় থাকছে উষ্ণতার ছোঁয়া। শীত যেন এবার বঙ্গে কেবল লুকোচুরি খেলায় মেতেছে, জাঁকিয়ে শীত পড়ার আশায় সেই কবে থেকে দিন গুনছে শীত প্রেমীরা, অথচ এবার নাকি জানা যাচ্ছে আর জাঁকিয়ে শীত নয়, তবে কি শীতের বিদায় বেলা চলে এলো?

হাওয়া অফিস জানিয়েছে সরস্বতী পুজোয় তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। বুধবার থেকেই ক্রমশ বাড়বে তাপমাত্রা। পুরো রাজ্য জুড়েই তাপমাত্রা আগামী দিনে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে বাড়তে পারে সর্বোনিম্ন তাপমাত্রা। চলতি বছর সরস্বতী পুজোয় পারদ থাকবে স্বাভাবিকের চেয়ে কিছুটা উপরে।

আসলে জাঁকিয়ে শীত পড়ার পথে সব সময় বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমি ঝঞ্ঝা। এখন চলছে মাঘ মাস, আর এই মাসের মাঝামাঝি সময়ে এসেও দেখা নেই কনকনে ঠাণ্ডার। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমেছে,মঙ্গলেও পারদ থাকবে নিম্নমুখী তবে বুধবার থেকেই ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দিনে তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রির ঘরেও পৌঁছে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related Articles