কলকাতারাজ্যের খবর

সপ্তাহান্তে তীব্র দাবদাহ, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

Intense heat over the weekend, when will there be relief? The air office said

Truth Of Bengal: চৈত্রের তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। শনিবার তাপমাত্রার কোন বদল হবে না বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় নেই বৃষ্টির সম্ভাবনা। তাই থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির সম্ভাবনা। তবে আগামী সপ্তাহে রাজ্যে একাধিক জেলায় বৃষ্টির  সম্ভাবনা র‍য়েছে।

কলকাতায় আজ ও কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। সকালে পরিষ্কার আকাশ পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে কিছু সময়ের জন্য। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি হতে পারে তাপমাত্রা বাড়লে।আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। সোমবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অনুমান আবহাওয়াবিদদের। ঝড় বৃষ্টি হতে পারে কলকাতাতেও।

অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং ছাড়া বাকি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।  নেই বৃষ্টির সম্ভাবনা।

Related Articles