আরজি কর কান্ডে ষড়যন্ত্রের ইঙ্গিত! আর কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Indications of conspiracy in the RG tax case! What else did Chief Minister Mamata Banerjee say?

Truth Of Bengal: শুক্রবার একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের খুন এবং প্রতিবাদ আন্দোলন প্রসঙ্গে ষড়যন্ত্রের স্পষ্ট ইঙ্গিত দেন।
মমতা বলেন, “যে কেউ আন্দোলন করতে পারে, কিন্তু প্রমাণিত হয়েছে এর মধ্যে রাজনীতি ছিল। সবাইকে বলছি না, কিন্তু প্রমাণিত হয়েছে এর পিছনে ষড়যন্ত্র ছিল। প্রথম প্রথম আমরা অনেকেই কিছু বুঝতে পারি না। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। রাজনৈতিক দল আন্দোলন করতেই পারে, কিন্তু যেভাবে এই ঘটনা তুলে ধরা হয়েছিল, তা উদ্দেশ্যপ্রণোদিত ছিল।”
এছাড়াও, নির্যাতিতার পরিবারের প্রসঙ্গে মমতা বলেন, “আমি নির্যাতিতার বাবা-মাকে বলেছিলাম এক মাস সময় দিন। কিন্তু তাঁদের নানা রকম বোঝানো হয়েছিল।” তবে বিচারাধীন বিষয়ে বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত থেকে মমতা বলেন, “বিচারাধীন বিষয় বলে বেশি কিছু বলব না।”
এ ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে চলমান রাজনৈতিক উত্তাপ ও প্রতিবাদের মধ্যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডে সঠিক বিচার পাওয়ার দাবিতে জনমতের চাপ বাড়ছে।