কলকাতা

নজরে শিল্প, পরিষেবা ও প্রশাসন, একগুচ্ছ কর্মসূচী নিয়ে সোমে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

In view of industry, services, and administration, the Chief Minister is visiting North Bengal on Monday with a bunch of programs.

Truth of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন সোমবার। সফরের শুরুতেই বিকেলে তিনি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে ‘সিনার্জি’ অনুষ্ঠানে যোগ দেবেন। এই সফরের মূল উদ্দেশ্য—শিল্পে বিনিয়োগ টানা, সাধারণ মানুষের হাতে পরিষেবা পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক পর্যালোচনা।

সোমবার মুখ্যমন্ত্রী কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে সরাসরি দীনবন্ধু মঞ্চে গিয়ে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে আলোচনায় বসবেন। ‘সিনার্জি’ অনুষ্ঠানে তুলে ধরা হবে উত্তরবঙ্গে শিল্পের সম্ভাবনা, বিশেষ করে পর্যটন, চা শিল্প, হস্তশিল্প ও ক্ষুদ্র শিল্প নিয়ে। বিদেশি ও দেশীয় বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি কথা বলবেন মুখ্যমন্ত্রী, শুনবেন তাঁদের পরামর্শ ও সমস্যা।

মঙ্গলবার ফুলবাড়ির ভিডিওকন মাঠে মুখ্যমন্ত্রী অংশ নেবেন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বহু মানুষ এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। উদ্বোধন ও শিলান্যাস হবে একাধিক উন্নয়ন প্রকল্পেরও।

সফরের শেষ দিন, বুধবার মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন। এই বৈঠকে অংশ নেবেন উত্তরবঙ্গের সব জেলার প্রতিনিধিরা। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার আধিকারিকেরা ভারচুয়ালি যুক্ত হবেন।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শিলিগুড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চলছে। মুখ্যমন্ত্রী থাকবেন কন্যাশ্রী ভবনে।

রবিবার ফুলবাড়িতে সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং মন্ত্রী বুলুচিক বড়াইক। খগেশ্বরবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর প্রতিটি সফরই নতুন কিছু উন্নয়নের বার্তা নিয়ে আসে। উত্তরবঙ্গের মানুষ তাঁর আগমনের অপেক্ষায় রয়েছেন।” এই সফর উত্তরবঙ্গে শিল্প ও প্রশাসনের ক্ষেত্রে এক নতুন দিশা দেখাতে পারে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

Related Articles