কলকাতা

রেস্তোরাঁ মালিককে চড় মারলেন তৃণমূল বিধায়ক সোহম, ধুন্ধুমার কাণ্ড রাজ্যে

In the name of Abhishek, Soham quarreled with the restaurant owner

The Truth of Bengla: নিউটাউনের  একটি রেস্টুরেন্টে কার পার্কিং নিয়ে গন্ডগোল। রেস্টুরেন্টের মালিক ও কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। সোহমের অভিযোগ ওই রেস্টুরেন্টের মালিক দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বলতে থাকেন। এই নিয়ে গন্ডগোল আরও বেড়ে যায়। দু পক্ষের মধ্যে চরম বচসা বাধে। মাথা গরম করে ফেলেন সোহম। কেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিয়ে এ ধরনের কথা বলেছেন তা নিয়ে সরব হন। অন্যদিকে রেস্টুরেন্ট মালিকের অভিযোগ তাকে মারধর করেছে সোহম।

তবে এর পেছনে অন্যতম কারণ দলের নেতা সম্পর্কে অশালীন আক্রমণ। সোহমের অভিযোগ, যেখানে কার পার্কিং নিয়ে সমস্যা সেখানে কেন দলের নেতাকে নিয়ে টানাটানি হল। ওই রেস্টুরেন্টে একটি সিনেমার শুটিং এর জন্য হাজির হয়েছিলেন সোহম। সেখানে গাড়ি রাখাকে নিয়েই গন্ডগোলের সূত্রপাত বলে জানা গিয়েছে। রেস্টুরেন্টের মালিক ও কর্মীরা সোহমকে গাড়ি সরিয়ে ফেলার জন্য চাপ দেয় বারংবার। তাঁর ঘনিষ্ঠদের দাবি সেখানে নির্দিষ্ট কাজে এসেছিলেন সোহম।

ফলে সেখানে গাড়ি না রাখলে তিনি কোথায় রাখবেন। সে কথা বোঝানোর পরও কথা শোনেনি ওই রেস্টুরেন্টের মালিক ও কর্মীরা। এই নিয়ে দু পক্ষের মধ্যে চরম ঝামেলা বেধে যাই। শেষ পর্যন্ত শুটিং না করেই সোহম ওই রেস্টুরেন্ট ছেড়ে চলে যান। এই ঘটনা জেরে উত্তেজনা ছড়ায়। রেস্টুরেন্ট মালিকের অভিযোগ ঘিরে তোলপাড় হয়। পাল্টা সোহমের পক্ষ থেকেও দাবি করা হয়েছে রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে কুকথা বলার। কলকাতার নিউটাউনের ওই রেস্টুরেন্টের এই ঘটনায় উত্তেজনা ছড়ায়।

Related Articles