কলকাতা

কেমন আছেন মুকুল রায়, কী জানালেন ছেলে শুভ্রাংশু?

How is Mukul Roy, what did his son Shubrangshu say?

The Truth Of Bengal :  কলকাতা- বুধবার রাতে বাড়ির ঘরের মেঝেতে পড়ে গিয়ে চোট পান মুকুল রায়। রাতেই তাকে ভর্তি করা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালে তাঁর সিটি স্ক্যান করা হয়। চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিক্যাল বোর্ড। সেই বোর্ডে রয়েছেন ইন্টারনাল মেডিসিন, নিউরোলজিস্ট, অর্থোপেডিক এবং একজন কার্ডিওলজিস্ট। বৃহস্পতিবার বেশ কয়েকটি রক্ত পরীক্ষা করা হয় মুকুল রায়ের। পরে তাঁর অস্ত্রোপচারও হয়।

শনিবার হাসপাতালে বাবাকে দেখতে আসেন ছেলে শুভ্রাংশু রায়। হাসপাতাল থেকে বেরিয়ে জানান, ভেন্টিলেশনে থেকে বের করে আইসিইউ-তে রাখা হয়েছে। তবে বাবা আগের থেকে ভাল আছেন। ব্রেন অপারেশনের পর যে অবস্থায় ছিলেন, তার থেকে এখন কিছুটা ভাল। অক্সিজেন সাপোর্টে আছেন। আশঙ্কাজনক কিন্তু স্থিতিশীল।

তিনি আরও জানান,বাবার সেভাবে জ্ঞান ফেরেনি। ডাক্তাররা চেষ্টা করছেন। ডাক্তাররা বলছেন সময় লাগবে। চিকিৎসায় সাড়াও মিলছে। আশা করছি দ্রুত ভাল হয়ে উঠবেন। তারপর বাড়ি নিয়ে যাওয়া যাবে।

বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান মুকুল রায়।সঙ্গে সঙ্গে তাকে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বাইপাস সংলগ্ন একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানেই এখন চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান নেতা মুকুল রায়।

প্রসঙ্গত, ২০২১ সালে স্ত্রীর মৃত্যুর পর মুকুলের শারীরিক অসুস্থতা বাড়তে থাকে।  তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবিটিসে ভুগছেন। পাশাপাশি, ডিমেনশিয়াও রয়েছে তাঁর। এর আগেও একবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Related Articles