কলকাতাশিক্ষা

শুক্রবার শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য চালু করা হল হেল্পলাইন নম্বর

Higher Secondary Exam

The Truth of Bengal: ১৬ ফেব্রুয়ারি শুক্রবার রাজ্যে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলতি বছরে পরীক্ষায় বস্তে চলেছে ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম হলেও ব্যবস্থাপনায় কোনও খামতি রাখতে চাইছে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর মোট ২৩৪১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ১৭৬টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রশ্ন ফাঁস রুখতে মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকের প্রশ্ন পত্রেও থাকছে বিশেষ QR Code -এর ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর, রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর সহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা রাখা হবে। এছাড়াও আর কিছু কিছু ব্যবস্থা রাখা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। পরীক্ষা ঘিরে যাতে কোনও অভিযোগ না ওঠে তার জন্য একাধিক পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

প্রত্যেক ২৫ জন ছাত্রের জন্য একজন ইনভিজিলেটর বা গার্ড থাকবেন প্রতিটি কেন্দ্রে থাকবে কড়া নজরদারি। পরীক্ষাকেন্দ্রের মূল গেটে থাকবে সিসিটিভি নজরদারি। ভেন্যু সুপারভাইজারের রুমেও সিসিটিভি নজরদারির ব্যবস্থা থাকবে।পুলিশ ব্যবস্থা থাকবেও পর্যাপ্ত। সংসদ সব থেকে বেশি নজর দিচ্ছে প্রশ্ন ফাঁস রোখার বিষয়ে। সব মিলিয়ে চূড়ান্ত প্রস্তুত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীদের জন্য ০৩৩-২৩৩৭ ০৭৯২ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

Related Articles